তবে তাঁর চলে যাওয়ার পর তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় চণ্ডীপাঠ করতে পারেন না বলে পরিবারের বয়োজ্যেষ্ঠরা এই চণ্ডীপাঠের দায়িত্ব সামলাচ্ছেন। পাশাপাশি অভিজিৎ মুখোপাধ্যায় আক্ষেপের সঙ্গে জানিয়েছেন, উনি (প্রণব মুখোপাধ্যায়) যখন বেঁচে ছিলেন সেই সময় পূজোর ক্ষেত্রে যে হইচই ছিল তা এখন আর নেই।
আরও পড়ুনঃ মর্মান্তিক! ১৪ নং জাতীয় সড়কে বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ৯!
advertisement
তবে পুজোর ক্ষেত্রে যেমন বাকি রীতিনীতি একই থেকে গিয়েছে সেই রকম থেকে গিয়েছে এলাকার মানুষদের পূজোয় অংশগ্রহণ। আগেও যেমন হাজারের বেশি মহাসপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত ভোগ নিতেন, তা এখনও নেন। এই বন্দোবস্ত এখনো সমানভাবেই রয়েছে। তবে প্রণব মুখোপাধ্যায় বেঁচে থাকা অবস্থায় বাইরে থেকে এবং নিরাপত্তার জন্য যে সকল মানুষদের আগমণ হতো সেই সংখ্যা এখন কমে গিয়েছে। শুধু এই সংখ্যাটাই ছিল তিন হাজারের বেশি।
আরও পড়ুনঃ পার্থ অর্পিতার মিম নিয়ে অভিনব পরিকল্পনা টোটো চালকের! জানুন কি...
মুখার্জি ভবনের এই পুজোর চতুর্থ প্রজন্ম হিসাবে দায়িত্বভার সামলাচ্ছেন অভিজিৎ মুখোপাধ্যায়। ইতিমধ্যেই পূজোর জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রতিমার কাঠামো নির্মাণের কাজ চলছে। এলাকার বাসিন্দাদের তরফ থেকেও জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায় না থাকায় নিরাপত্তারক্ষী এবং বাইরে থেকে আসা মানুষদের ভিড় কিছুটা কমলেও আজও পুজো চলছে আগের মতই।
Madhab Das