স্থানীয় বাসিন্দাদের দাবি, আগে এখানে একবার অপারেশন থিয়েটার চালুও হয়েছিল। কিন্তু পরে সরঞ্জামের অভাবে তা বন্ধ হয়ে যায়। এখানে অপারেশন থিয়েটার চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন প্রসূতি মায়েরা। কারণ তাদের অস্ত্রপাচারের ক্ষেত্রে রামপুরহাট গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এক্ষেত্রে খুব সমস্যায় পড়তে হয়। দীর্ঘক্ষণ ধরে প্রসব যন্ত্রণা সহ্য করে রামপুরহাটে পৌঁছাতে হয়।
advertisement
আরও পড়ুনঃ তিনদিন পরেও খোঁজ নেই নানুরের পঞ্চায়েত সদস্যার নিখোঁজ আত্মীয়ের!
সেই জায়গায় এখানে পুনরায় অপারেশন থিয়েটার চালু হলে তা স্থানীয়রা খুব উপকৃত হবেন। অপারেশন থিয়েটার চালু না হওয়ার কারণ হিসেবে হাসপাতালের চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে, অপারেশন থিয়েটার চালু করার জন্য যে সকল ছাড়ঞ্জাম প্রয়োজন হয় তা না থাকার কারণেই চালু করা সম্ভব হচ্ছে না। তবে তারা রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন জানিয়েছেন যাতে এখানে পুনরায় অপারেশন থিয়েটারটি চালু করা যায়।
আরও পড়ুনঃ সাইকেল চালিয়ে ১৯ হাজার ফুট উচ্চতায় বীরভূমের পড়ুয়া এমদাদুল!
স্থানীয়দের এই দাবি দাওয়া নিয়ে এলাকার বিধায়ক চিকিৎসক মোশারফ হোসেন অবশ্য সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, অপারেশন থিয়েটারটি পুনরায় চালু করার জন্য আমাদের শুধু প্রচেষ্টা নয় অনেকটাই কাজে এগিয়ে গিয়েছে। তবে ওটির অবস্থা খারাপ থাকার কারণে তা করা সম্ভব হয়নি এখনো। খুব তাড়াতাড়ি এই ওটির অবস্থা পরিবর্তন করা হবে এবং এখানকার বাসিন্দারা এখানেই পরিষেবা পাবেন সেই ব্যবস্থা করা হবে।
Madhab Das