Birbhum News: তিনদিন পরেও খোঁজ নেই নানুরের পঞ্চায়েত সদস্যার নিখোঁজ আত্মীয়ের!

Last Updated:

গত সপ্তাহের শুক্রবার সন্ধ্যাবেলায় মোবাইল কিনতে নানুরের সিধাইপুর থেকে নতুনহাট গিয়েছিলেন বাবুলাল শেখ।

+
title=

#বীরভূম : গত সপ্তাহের শুক্রবার সন্ধ্যাবেলায় মোবাইল কিনতে নানুরের সিধাইপুর থেকে নতুনহাট গিয়েছিলেন বাবুলাল শেখ। সেখান থেকে ফেরার সময় গ্রাম ঢোকার ঠিক মুখেই তিনি আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যান। শুক্রবার রাত থেকে নিখোঁজ হওয়া ওই ব্যক্তির সোমবার পর্যন্ত কোনও খোঁজ মিলল না। আকস্মিকভাবে এমন নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ওই ব্যক্তির এখনো পর্যন্ত খোঁজ না পাওয়ার পরিপ্রেক্ষিতে রীতিমতো উদ্বেগ বাড়ছে পরিবারের সদস্যদের মধ্যে।
নিখোঁজ হয়ে যাওয়া বাবুলাল শেখ সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি তার বৌদি ডুলি বিবি এলাকার পঞ্চায়েত সদস্যা। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে। রবিবার এলাকার বিক্ষুব্ধ বাসিন্দারা নানুর থানার অন্তর্গত বাসাপাড়ায় যে পুলিশ ক্যাম্প রয়েছে সেখানে বিক্ষোভ দেখান। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে কুকুর এনে তল্লাশি চালানো হলেও এখনো পর্যন্ত নিখোঁজ হওয়া ওই ব্যক্তির কোন খোঁজ পাওয়া যায়নি।
advertisement
আরও পড়ুনঃ রহস্যজনক ভাবে নিখোঁজ পঞ্চায়েত সদস্যার আত্মীয়! চাঞ্চল্যকর ঘটনা নানুরে
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে হঠাৎ তারা জানতে পারেন বাবুলাল শেখকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ গ্রাম ঢোকার আগেই পড়ে রয়েছে মোটরবাইক, পায়ের চটি, বাজার থেকে কিনে নিয়ে আসা জিনিসপত্র, মোবাইল সুইচ অফ অবস্থায় ব্যাগে ভরা। এই পরিস্থিতি দেখে তারা নিজেরাই প্রথমে খোঁজাখুঁজি শুরু করেন। অন্যদিকে নানুর থানার পুলিশও বাবুলাল শেখকে খুঁজে পেতে তন্ন তন্ন করে তল্লাশি চালাতে শুরু করে। কিন্তু কোন রকম খোঁজ মেলেনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মুঙ্গেরের তৈরি পিস্তল নিয়ে বীরভূমে কারবার! পুলিশি হানায় পর্দা ফাঁস
শুক্রবারের পর শনিবার, রবিবার পার হয়ে গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ হওয়া ওই ব্যক্তির হদিশ মিলছে না। এমন ঘটনায় পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশের তরফ থেকে পরিবারের সদস্যদের বারংবার আশ্বাস দেওয়া হচ্ছে, তদন্ত চলছে। পরিবারের সদস্যদের দাবি, জীবিত হোক অথবা মৃত, তাদের পরিবারের সদস্য কী অবস্থায় রয়েছেন তা তারা জানতে চান এবং তাকে ফিরে পেতে চান।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: তিনদিন পরেও খোঁজ নেই নানুরের পঞ্চায়েত সদস্যার নিখোঁজ আত্মীয়ের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement