Birbhum News: মুঙ্গেরের তৈরি পিস্তল নিয়ে বীরভূমে কারবার! পুলিশি হানায় পর্দা ফাঁস
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আগ্নেয়াস্ত্র বিক্রির কারবার ঠেকাতে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। ঠিক সেই রকমই বীরভূম জেলা পুলিশ অভিযান চালিয়ে এমন কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করল।
#বীরভূম : আগ্নেয়াস্ত্র বিক্রির কারবার ঠেকাতে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। ঠিক সেই রকমই বীরভূম জেলা পুলিশ অভিযান চালিয়ে এমন কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করল। গ্রেফতার করার পাশাপাশি তার থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি দেশি পিস্তল এবং তিনটি কার্তুজ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত ওই ব্যক্তির নাম হল শেখ রমজান।
তিনি দুবরাজপুরের বাসিন্দা এবং এই ধরনের অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত। তাকে হাতেনাতে পাকড়াও করার জন্য বেশ কয়েকদিন ধরেই পুলিশ ওঁৎ পেতে বসেছিল। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ টিম তৈরি করে সোমবার শান্তিনিকেতন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশি হেফাজত দেয় আদালত।
advertisement
আরও পড়ুনঃ ৬০০০ ভুয়ো সিম কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমে
বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানান, "ধৃত ব্যক্তি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত। আমরা গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর, পাঁড়ুই, শান্তিনিকেতন থানা এবং বোলপুরের অ্যাডিশনাল এসপিকে নিয়ে চারটি টিম তৈরি করি। এরপর নাকা করে শেষমেষ ওই ব্যক্তিকে শান্তিনিকেতন থানা এলাকা থেকে আটক করা হয়। তার থেকে যে সকল আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে সেগুলি মনে করা হচ্ছে মুঙ্গেরে তৈরি।"
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাম্প না করেই নলকূপ থেকে বের হচ্ছে জল! অবাক কাণ্ড সিউড়ির গ্রামে
পুলিশের তরফ থেকে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেওয়ার পর এখন তদন্ত করে দেখা হচ্ছে, ওই ব্যক্তি এই সকল অস্ত্র কোথায় থেকে কার মাধ্যমে নিয়ে আসতেন এবং তা কোথায় বিক্রি করা হতো ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি। এছাড়াও পুলিশ সুপারের তরফ থেকে জানানো হয়েছে, অন্য কে কে এই ধরনের আগ্নেয়াস্ত্র কেনার জন্য ধৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন তাদেরও শনাক্ত করে ধরপাকড় করা হবে।
advertisement
Madhab Das
Location :
First Published :
October 26, 2022 1:21 PM IST