Birbhum News: পাম্প না করেই নলকূপ থেকে বের হচ্ছে জল! অবাক কাণ্ড সিউড়ির গ্রামে

Last Updated:

নলকূপ, কুয়ো ইত্যাদির অভাবে বিভিন্ন গ্রামে পর্যাপ্ত পাণীয় জলের অভাবের অভিযোগ নতুন কিছু নয়। আবার কোন কোন জায়গায় সমস্ত রকম ব্যবস্থা থাকলেও পরিশ্রুত পানীয় জলের অভাবের অভিযোগ তুলতে দেখা যায়।

+
title=

#বীরভূম : নলকূপ, কুয়ো ইত্যাদির অভাবে বিভিন্ন গ্রামে পর্যাপ্ত পাণীয় জলের অভাবের অভিযোগ নতুন কিছু নয়। আবার কোন কোন জায়গায় সমস্ত রকম ব্যবস্থা থাকলেও পরিশ্রুত পানীয় জলের অভাবের অভিযোগ তুলতে দেখা যায়। কিন্তু এইসবের মাঝেই বীরভূমে এমন একটি নলকূপের সন্ধান পাওয়া গেল যা থেকে অনবরত বের হচ্ছে জল। ওই নলকূপ থেকে জল বের করার জন্য কোনরকম পাম্প করার প্রয়োজন নেই। বিনা পরিশ্রমে এলাকার বাসিন্দারা বালতি বালতি জল পেয়ে রীতিমতো খুশি। এই অবাক করা পানীয় জলের নলকূপটি রয়েছে সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের পলসারা গ্রামে।
গ্রামবাসীদের থেকে জানা যাচ্ছে, ২০০৮ সালে পঞ্চায়েতের তরফ থেকে এলাকায় পানীয় জলের জন্য এই বোরিং করা শুরু হয়। বোরিং চলাকালীন হঠাৎ মাটির নিচ থেকে তীব্র গতিতে জল বের হতে শুরু করে। তারপর এই নলকূপ বসানো হয় এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত কোনো রকম পাম্প না করা হলেও অনবরত জল বেরিয়ে আসে। পাম্প না করেই অনবরত জল বেরিয়ে আসার ফলে এলাকার বাসিন্দারা
advertisement
advertisement
বালতি নিয়ে এসে রেখে দেন এবং ভর্তি হয়ে গেলে তা নিয়ে বাড়ি যান। তাদের কষ্ট করে নলকূপের হাতল দিয়ে পাম্প করতে হয় না। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই নলকূপের জন্ম লগ্ন থেকেই এইভাবে জল বের হচ্ছে। কখনো কখনো জলের গতি কমে যায়, আবার কখনো কখনো বেড়ে যায়। তবে অনবরত জল পড়ে। এমনকি জাতীয় সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকেই এই নলকূপ দেখে অবাক হন এবং সেই নলকূপের ছবি, ভিডিও তুলে নিয়ে যান।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় স্তরে সঙ্গীত প্রতিযোগিতায় চমক ৯ বছরের আনন্দীর
তবে তাদের আক্ষেপ, যদি পাশে কোন জমি থাকতো তাহলে এই নলকূপের জল সেই জমিতে ব্যবহার করা যেত। এই জল সরাসরি চন্দ্রভাগা নদীতে চলে যায়। বিষয়টি গ্রামবাসীদের কাছে অবাক করা হলেও তা আসলে আরটেজিয় কূপের কারণেই এমনটা হয়ে আসছে। তবে এসব নিয়ে গ্রামবাসীদের মাথাব্যথা নেই, বরং তারা বেজায় খুশি এইভাবে নিখরচায়, বিনা পরিশ্রমে পরিশ্রুত জল পেয়ে।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পাম্প না করেই নলকূপ থেকে বের হচ্ছে জল! অবাক কাণ্ড সিউড়ির গ্রামে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement