Birbhum News: সাইকেল চালিয়ে ১৯ হাজার ফুট উচ্চতায় বীরভূমের পড়ুয়া এমদাদুল!

Last Updated:

বয়স মাত্র ১৯, আর এই ১৯ বছর বয়সেই সাইকেল চালিয়ে ১৯ হাজার ফুট উচ্চতায় পৌঁছে গেলেন বীরভূমের পড়ুয়া এমদাদুল হক। এমদাদুলের বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর থানার অন্তর্গত খাগড়া গ্রামে। তার পরিবারে দুই ভাই এবং এক বোনের মধ্যে তিনি ছোট।

#বীরভূম : বয়স মাত্র ১৯, আর এই ১৯ বছর বয়সেই সাইকেল চালিয়ে ১৯ হাজার ফুট উচ্চতায় পৌঁছে গেলেন বীরভূমের পড়ুয়া এমদাদুল হক। এমদাদুলের বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর থানার অন্তর্গত খাগড়া গ্রামে। তার পরিবারে দুই ভাই এবং এক বোনের মধ্যে তিনি ছোট। ক্ষুদ্র কৃষক পরিবারের এই সন্তানের পড়াশোনা শান্তিনিকেতনের সেন্ট টেরেজা স্কুলে। দশম শ্রেণীর ছাত্র এমদাদুল এই বয়সে আড়াই হাজার কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে পৌঁছেছেন ১৯ হাজার ৩০০ ফুট উচ্চতায় লাদাখের উমিং লা পাসে।
তার এই সাইকেল যাত্রার মূল লক্ষ্য হল আত্মহত্যা না করার বার্তা পৌঁছে দেওয়া। চলতি বছর ৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিলেন এমদাদুল। এর আগে এই উচ্চতায় উত্তরাখণ্ডের ১৬ বছর বয়সী পড়ুয়া পৌঁছেছিলেন। তবে সেক্ষেত্রে তাকে হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছিল। সেই জায়গায় ১৯ বছর বয়সী এমদাদুলকে আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এমদাদুল এত বেশি পথ পাড়ি দেওয়ার জন্য ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম তোলার জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ মুঙ্গেরের তৈরি পিস্তল নিয়ে বীরভূমে কারবার! পুলিশি হানায় পর্দা ফাঁস
সাইকেল চালিয়ে বিশাল এই উচ্চতায় পৌঁছানোর জন্য এমদাদুল শান্তিনিকেতনের এক বন্ধুর থেকে অক্সিজেন ক্যান সাহায্য পেয়েছিলেন। যদিও তার প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন তিনি। এছাড়াও আর্থিকভাবে তাকে সাহায্য করার জন্য বোলপুরের বোলপুর বাইকারস ক্লাব সহ বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান সাহায্য করেছেন বলে জানা যাচ্ছে ইমদাদুলের তরফ থেকে। এমদাদুলের এমন সাইকেল যাত্রার ক্ষেত্রে তাকে প্রেরণা জুগিয়েছেন মহম্মদ সেলিম খান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্টেশনে কাজ চলাকালীন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের
এর পাশাপাশি তার কোনরকম ট্রেনিং না থাকলেও তিনি ৫ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করার পর ২৪ দিনের মাথায় নিজের লক্ষ্য পূরণ করেন। লক্ষ্য পূরণ করার পর মিতালী এক্সপ্রেস ধরে কলকাতায় পৌঁছান। তিনি জানিয়েছেন, "নতুন প্রজন্মের মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা কমছে। তাই অনেকেই হতাশায় ভুগছে। সেই শ্রেণির প্রজন্মকে প্রেরণা দিতে তার 'সে নো টু সুইসাইড' বার্তা।"
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: সাইকেল চালিয়ে ১৯ হাজার ফুট উচ্চতায় বীরভূমের পড়ুয়া এমদাদুল!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement