সেই স্মারকলিপি জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলার শাসক বিধান রায় তাদেরনিয়ে পিডিসিএল আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র যেহেতু পিডিসিএল-এর আওতায় রয়েছে, তাই ভূমিহারা পরিবারের সদস্যদের চাকরির দায়িত্ব নিতে হবে পিডিসিএলকে। এর পরিপ্রেক্ষিতে রেজুলেশন তৈরি হয় বলেও দাবি করেছেন বিক্ষোভরত ভূমিহারারা।
advertisement
আরও পড়ুনঃ আন্তর্জাতিক স্তরে রবীন্দ্র নৃত্য ও আবৃত্তি প্রথম বীরভূমের তিতাস
কিন্তু এই রেজুলেশন তৈরি হওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ অথবা সদুত্তর পিডিসিএল-এর তরফ থেকে পেশ করা হয়নি। এমনকি ঘটনার পরিপ্রেক্ষিতে এই সকল ভূমিহারা পরিবারের সদস্যরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন।
আরও পড়ুনঃ ভারত ইউনিফাইড ফুটবল দলের যুগ্ম অধিনায়ক নির্বাচিত বীরভূমের পাপিয়া
তবে বারংবার এমন বিক্ষোভ ও আধিকারিকদের দ্বারস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে কোনও সদুত্তর না মেলায় তারা গত শুক্রবার থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জিএম বিল্ডিংয়ের সামনে। তাদের দাবি যতক্ষণ না কোনো ব্যবস্থা গ্রহণ হচ্ছে ততক্ষণ তাদের এই অবস্থান-বিক্ষোভ চলবে।
Madhab Das