তবে শনিবার রাতে বীরভূম জেলা পুলিশকে এই ঘটনার বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন অপহৃতদের পরিবারের সদস্যরা। সেই অভিযোগ পেয়ে পুলিশ তৎপরতা শুরু করে। অ্যাকাউন্ট নম্বর এবং অচেনা নম্বর থেকে আসা ফোনের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং জানতে পারেন অ্যাকাউন্ট নম্বরটি মাধাই মণ্ডল নামে কোনও এক ব্যক্তির। তিনি মুর্শিদাবাদের ভরতপুরের বাসিন্দা। অন্যদিকে মুক্তিপণের দাবি করে আসা ফোন নম্বর ট্রেস করে জানা যায় মুর্শিদাবাদ জেলার সালার এলাকা থেকে ফোন করা হয়েছে। এই সকল তথ্য হাতে পেয়েই বীরভূম জেলা পুলিশের চার সদস্যের একটি দল মুর্শিদাবাদের দিকে রওনা দেয়।
advertisement
আরও পড়ুন Malda News: স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন খোদ স্বামী! চূড়ান্ত অপমান স্ত্রীর
পুলিশের তৎপরতায় ভোররাতে দু’জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয় এবং সঙ্গে অপহরণ কাণ্ডের সঙ্গে যুক্ত থাকা পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল সেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলেও জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এই অপহরণ কাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে একজন হলেন আব্দুল হান্নান। তিনি পুলিশের একজন অবসরপ্রাপ্ত কর্মী এবং তিনি বীরভূমেই পোস্টিং ছিলেন। তারই পরিকল্পনায় এই অপহরণের কাণ্ড ঘটানো হয় বলে জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অপহৃত দুই ব্যক্তি জমি কেনা বেচার সঙ্গে যুক্ত। দুষ্কৃতীরা এর আগেও ওই দুই ব্যবসায়ীর সঙ্গে জমি কেনার নাম করে দেখা করেছিলেন। তবে শনিবার ওই দুই ব্যবসায়ীকে কীভাবে অপহরণ করা হল সেই সম্পর্কে তা এখনও জানা যায়নি। সাঁইথিয়া থানার পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুঁটিনাটি খতিয়ে দেখার কাজ চালাচ্ছে এবং ধৃতদের রবিবার আদালতে তোলা হবে।
Madhab Das