Malda News: স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন খোদ স্বামী! চূড়ান্ত অপমান স্ত্রীর

Last Updated:

অপমানে লজ্জায় প্রথমে অবসাদগ্রস্ত হন স্ত্রী৷ এরপরই বেছে নেন চরম রাস্তা৷

মৃতদেহ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে
মৃতদেহ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে
#মালদহ: স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। সোশ্যাল মাধ্যমে আপত্তিকর ছবি ভাইরাল হতেই মানসিক অবসাদের জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী নববধূ। মালদহের কালিয়াচক থানার সুজাপুরের গয়েশবাড়ি বিশ্বাসপাড়া এলাকার ঘটনা। সোমবার গভীর রাতে নিজের ঘরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন। পরে পরিবারের লোকেরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কর্মসূত্রে গত কয়েকদিন আগেই শিলিগুড়ি চলে যান অভিযুক্ত স্বামী। সেখান থেকেই আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন তিনি।
advertisement
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম হুসনারা বিবি(১৮)। অভিযুক্ত স্বামী আখতর শেখ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বিগত পাঁচ মাস আগে গয়েশবাড়ি বিশ্বাস পাড়ার সাফির শেখের মেয়ে হুসনারা বিবির সঙ্গে প্রেম করে বিয়ে করেন সুজাপুরে স্কুল পাড়ার যুবক আক্তার শেখ। আখতর পেশায় একজন প্লাস্টিক ব্যবসায়ী। কর্মসূত্রে দিন কয়েক আগে শিলিগুড়িতে গিয়েছেন।
advertisement
বিয়ের পর থেকেই গৃহবধূকে মানসিক ও শারীরিক অত্যাচার করতেন স্বামী, এমনই অভিযোগ। এরপর অভিযুক্ত স্বামী হুসনারা বিবির আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।তার জেরেই অপমানে কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ওই গৃহবধূ। মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন Siliguri news : মন খারাপ দূরে সরিয়ে এগিয়ে চলা লক্ষ্য, সচেতনতা বাড়াতে উদ্দ্যোগ উত্তরবঙ্গ বিজ্ঞানকেন্দ্রে
মৃতের দিদি সুমি বিবি বলেন, পাঁচ মাস আগে আমার বোনের বিয়ে হয়েছিল। প্রেম করে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা ও স্বামী মানসিক অত্যাচার করতে শুরু করে। আমার বোনকে গত কিছুদিন ধরেই শারীরিক মানসিক অত্যাচার চরম পর্যায়ে করছিল। বোনকে বাড়ি থেকে চলে যেতে বলেন। বোনের আপত্তিকর ছবি তার স্বামী সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন। এরপরই গতকাল গভীর রাত পর্যন্ত বোন বাড়িতে কান্নাকাটি করে। অবশেষে অপমান সহ্য করতে না পেরে বাড়িতে রাখা কীটনাশককে আত্মহত্যা করেছে। আমরা অভিযুক্তদের শাস্তির দাবি তুলছি। এই বিষয়ে থানাই অভিযোগ দায়ের করেছি।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন খোদ স্বামী! চূড়ান্ত অপমান স্ত্রীর
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement