Sealdah-Bongaon Local Train: শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেন চলাচল বন্ধ, চরম হয়রানির শিকার নিত্যযাত্রীরা

Last Updated:

North 24 Parganas News: এই অবরোধের ফলে বনগাঁ-শিয়ালদহ শাখার আপ-ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘক্ষণ, ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীরা।

বন্ধ ট্রেন চলাচল
বন্ধ ট্রেন চলাচল
#উত্তর ২৪ পরগনা: মঙ্গলবার সকাল থেকেই ট্রেন অবরোধের জেরে নাকাল হতে হল নিত্যযাত্রীদের। শিয়ালদহ বনগাঁ শাখার দত্তপুকুরে রেল অবরোধ চলছে দীর্ঘক্ষণ ধরে। অবরোধকারীদের দাবি, তাদের যাতায়াতের পথ আটকে দিচ্ছে রেল। এর ফলে নিত্যযাত্রীদের ভোগান্তিতে পরতে হচ্ছে। রেলের যাত্রীদের দাবি, স্থানীয়রা যে দাবি নিয়ে রেল অবরোধ করছে তা বৈধ দাবি নয়। তাদের দাবি, রেল কর্তপক্ষ সুরক্ষার কারণেই লাইনের পাশে রেলিং দিয়ে আটকে দিচ্ছে। যার ফলে স্থানীয়দের যাতায়াতে অসুবিধা হচ্ছে। সেই কারণেই তারা ট্রেন অবরোধ করে।
advertisement
এই অবরোধের ফলে বনগাঁ-শিয়ালদহ শাখার আপ-ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘক্ষণ, ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীরা। তবে অবরোধকারীদের দাবি সম্পূর্ণ অবৈধ বলে মন্তব্য নিত্যযাত্রীদের। অন্যদিকে, অবরোধকারী স্থানীয়দের দাবি যে বিষয়গুলি উল্লেখ করে রেল রেলিং দিয়ে আটকে দিচ্ছে, সেই রাস্তা দিয়ে এলাকার মানুষেরা বছরের পর বছর যাতায়াত করে। এই রাস্তার বিকল্প কোন রাস্তা নেই। ফলে রাস্তা এইভাবে আটকে দিলে এলাকার মহিলা থেকে পুরুষ সকলের যাতায়াতের চরম অসুবিধা হবে।
advertisement
তাদের দাবি অন্তত দুটো পিলার ফাকা রাখতে হবে। তা না হলে তাদের আন্দোলন চলবে। ঘণ্টাখানেকর বেশি সময় ধরে চলছে অবরোধ। ঘটনাস্থলে আসে রেল পুলিশ৷ অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি না মানা হলে অবরোধ কোনভাবেই তুলতে নারাজ আন্দোলকারী স্থানীয় মানুষজন। ফলে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে গিয়েছে ট্রেন। ব্যস্ত সময়ে ট্রেন অবরোধ হওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Sealdah-Bongaon Local Train: শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেন চলাচল বন্ধ, চরম হয়রানির শিকার নিত্যযাত্রীরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement