আরও পড়ুন: ভাঙড়ের পর মনোনয়ন ঘিরে রণক্ষেত্র ক্যানিং, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি, গুলিবিদ্ধ ২
বুধবার সকালে মুরারই-১ বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আইএসএফ-র অভিযোগ, ডুমুর গ্রাম পঞ্চায়েতে তাদের প্রার্থী সাবিরুল শেখ এদিন সকালে মুরারই-১ বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে এলে তাঁকে বাধা দেন তৃণমূল কর্মীরা। প্রথমে পথ আটকানো হয়। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ থাকায় মারমুখী হয়ে ওঠে শাসকদলের লোকজন, এমনই অভিযোগ নওশাদ সিদ্দিকির দলের। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় সাবিরুলকে মারধর করে তৃণমূলের কর্মীরা। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়, কুচি কুচি করে ছিঁড়ে ফেলা হয় মনোনয়নপত্র।
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকরা। পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে আক্রান্ত আইএসএফ কর্মী সাবিরুল শেখ বলেন, তৃণমূল আমার প্রার্থী হওয়া আটকানোর চেষ্টা করেছে। যদিও এত সহজে হাল ছাড়ব না। অন্যদিকে তৃণমূলের দাবি গোটাটাই ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা বাবু সেখ বলেন, আমরা একসঙ্গে তৃণমূল করি। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল বলে এসেছিল। ওঁকে মারধর করা হয়নি। এটা আমাদের বন্ধুবান্ধবের ব্যাপার।
শুভদীপ পাল