Panchayat Election 2023| Canning|| ভাঙড়ের পর মনোনয়ন ঘিরে রণক্ষেত্র ক্যানিং, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি, গুলিবিদ্ধ ২

Last Updated:

Canning Firing: ক্যানিংয়ে গুলিবিদ্ধ হয়েছেন দু'জন। তাঁদের উদ্ধার করে ক্যানিং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে গতকালের পর ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণা।

উত্তপ্ত ক্যানিংয়ে চলল গুলি
উত্তপ্ত ক্যানিংয়ে চলল গুলি
ক্যানিং: পঞ্চায়েত ভোটের মনোনয়কে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাট ও উইকেট নিয়ে আক্রমণ, পালটা আক্রমণে উত্তাল হয়ে উঠেছে এলাকা। এ দিকে অশান্তি রুখতে তৈরি পুলিশ। ঘটনাস্থলে ব়্যাফও। তাঁদের সামনেই চলছে অশান্তি।
এ দিন ক্যানিংয়ে তৃণমূলের দু-পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলির লড়াই। ক্যানিং হসপিটাল মোড় এলাকায় অশান্তি শুরু হয় দু-পক্ষের। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্লক তৃণমূলের সভাপতি ও বিধায়ক গোষ্ঠীর লড়াই। ব্যাপক উত্তেজনা ক্যানিং এলাকায়। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ক্যানিংয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দু-দলের কর্মী সমর্থকেরা মধ্যে ঝামেলায় আক্রান্ত ক্যানিংয়ের এসডিপিও।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শরীর ঠান্ডা থাকে, ভালও রাখে, গরমে ‘এই’ পানীয় ঘটায় মিরাকেল, কীভাবে বানাবেন? শিখে নিন
সূত্রের খবর, ক্যানিংয়ে গুলিবিদ্ধ হয়েছেন দু’জন। তাঁদের উদ্ধার করে ক্যানিং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে গতকালের পর ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণা। পঞ্চায়েতের মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে প্রতিদিন। বৃহস্পতিবার মনোনয়ন পেশকে কেন্দ্র করে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছে বলে অভিযোগ, চলছে গুলি। জখম হয়েছেন বহু। কয়েকঘণ্টা ধরে চলছে অশান্তি। তারপর গোটা রাত পেরিয়েছে। এ দিন মোটের ওপর শান্ত ভাঙড়। তবে এখনও থমথমে এলাকা। নতুন করে অশান্তির দেখা না দিলেও আতঙ্কে ভাঙড়ের বাসিন্দারা। মোতায়েন রয়েছে পুলিশ।
advertisement
এ দিকে তৃণমূলের দুই দলের মনোনয়ন পেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠছে ক্যানিং বাস স্ট্যান্ড এলাকা। অশান্তির কেন্দ্রবিন্দুতে তৃণমূলের দুটি গোষ্ঠী। একদলের বিরুদ্ধে অপরকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ। এরপরই চরমে ওঠে অশান্তি। ব্যাট, উইকেট নিয়ে শুরু হয় আক্রমণ, পালটা আক্রমণ। ঘটনাস্থলে প্রচুর পুলিশ, ব়্যাফ। তৃণমূলের একদলকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023| Canning|| ভাঙড়ের পর মনোনয়ন ঘিরে রণক্ষেত্র ক্যানিং, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি, গুলিবিদ্ধ ২
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement