সোমবার থেকে ভারী বৃষ্টির ফলে ময়ূরাক্ষী নদীতে জল বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ক্যানেলগুলিতেও বৃদ্ধি পেয়েছে জলের পরিমাণ। এমন অবস্থায় তিলপাড়া জলাধার থেকে ডেউচা যে ক্যানেল যাচ্ছে, সেই ক্যানেলের বাইপাসের কাছে থাকা ডেউচার দিকে থাকা গেট বন্ধ অবস্থায় ছিল। অন্যদিকে আঙ্গারগড়িয়া গ্রামের দিকের গেটটি খোলা ছিল। আবার আঙ্গারগড়িয়া গ্রামের দিকে থাকা অন্য একটি গেট বন্ধ থাকায় জল ক্যানেল উপচে গ্রামে ঢুকতে শুরু করে।
advertisement
আরও পড়ুনঃ অল্প বৃষ্টিতেই রাস্তা ডুবন্ত! হাঁটু জল পার করতে গিয়ে আতঙ্কিত বাসিন্দারা
আরও পড়ুনঃ ১৫ কোটি টাকার রাস্তার এ কি অবস্থা! দেখলে লাগবে বুকে ব্যথা
মঙ্গলবার দুপুর থেকে এইভাবে জল ঢুকতে থাকার পর সন্ধ্যা নাগাদ এলাকার অন্ততপক্ষে ৩০ টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। এই সকল বাড়িগুলির মধ্যে বেশ কিছু বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে গ্রামে এইভাবে জল ঢুকতে থাকা দেখে স্থানীয় বাসিন্দারা গেট খুলে দেওয়ার জন্য ক্যানেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি করেছেন। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামে জল ঢোকার বিষয়টি জানানো সত্বেও কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। শেষমেষ তারাই নিজেদের প্রচেষ্টায় সেই গেট খুলে দেন বলে দাবি করেছেন।
এইভাবে ক্যানেলের জল গ্রামে ঢোকার পর ৩০টি বাড়ি ক্ষতির সম্মুখীন হওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দারস্থ হবেন বলে জানিয়েছেন। যদিও এমন ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এই সেচ ক্যানেলের জল নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Madhab Das





