Birbhum News: ১৫ কোটি টাকার রাস্তার এ কি অবস্থা! দেখলে লাগবে বুকে ব্যথা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
তিন বছর আগেই সংস্কার হয়েছিল রাস্তা। তবে সেই রাস্তার পিচ পাথর উঠে এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যাতায়াত করা মুশকিল। পরিস্থিতি এখন এমনই যে দেখে বিশ্বাস হবে না এই রাস্তা কোন সময় পিচ পাথর দিয়ে তৈরি হয়েছিল।
#বীরভূম : তিন বছর আগেই সংস্কার হয়েছিল রাস্তা। তবে সেই রাস্তার পিচ পাথর উঠে এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যাতায়াত করা মুশকিল। পরিস্থিতি এখন এমনই যে দেখে বিশ্বাস হবে না এই রাস্তা কোন সময় পিচ পাথর দিয়ে তৈরি হয়েছিল। এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে মুরারই এক নম্বর ব্লকের অন্তর্গত রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের আম্ভুয়া থেকে আসমানপুর যাওয়ার রাস্তায়। ২০১৮-১৯ অর্থবর্ষে বীরভূম জেলা পরিষদের তরফে আম্ভুয়া থেকে আমরাপাহাড়ি পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা পিচ পাথর দিয়ে সংস্কার করা হয়েছিল। সংস্কারের এই করার জন্য খরচ করা হয়েছিল ১৪ কোটি ৪৮ লক্ষ ৯ হাজার ১৮৪ টাকা।
বিপুল অর্থ বিনিয়োগ করে এই তৈরি করা রাস্তার অবস্থা এখন বেহাল হয়ে পড়ায় এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তিন কিলোমিটার এই রাস্তা খারাপ থাকার ফলে বহু মানুষকেই ১৩ কিলোমিটার ঘুরে গন্তব্যে পৌঁছেতে হচ্ছে। বিশেষ করে টোটো এবং অন্যান্য যানবাহন এখন আর এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না। এছাড়াও এখানে এই রাস্তার উপর ছোট বড় মিলে একাধিক কালভার্ট রয়েছে। সেগুলির অবস্থাও আশঙ্কাজনক বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার অবস্থা খারাপ হয়ে পড়ার কারণে টোটো এবং অন্যান্য গাড়ি এই রাস্তার উপর দিয়ে এখন আর যেতে পারে না। ফলে গ্রামের বাসিন্দাদের ঘুর পথে ১৩ কিলোমিটার পার করে যাতায়াত করতে হয়। সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। তাদেরও হেঁটে হেঁটে স্কুলে যাওয়ার ক্ষেত্রে খুব অসুবিধায় পড়তে হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানানো হয়েছে, হামেশাই এই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগে ১০১ কোটি ৯৬ লক্ষ টাকা ঋণ পেলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
দু’মাস তিন মাস অন্তর অন্তর রাস্তার এমন পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের চলাফেরা করা অসম্ভব। এই রাস্তার ভালো করে মেরামতি প্রয়োজন বলে জানিয়েছেন তারা। অন্যদিকে জেলা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে, এই রাস্তাটি মানুষের হেঁটে, সাইকেল চালিয়ে অথবা টোটো করে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু বড় বড় ট্রাক্টর, লরি যাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
Madhab Das
Location :
First Published :
September 12, 2022 3:08 PM IST