Birbhum News: পুজোর আগে ১০১ কোটি ৯৬ লক্ষ টাকা ঋণ পেলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দুর্গাপুজোর আগে বীরভূমের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মোট ১০১ কোটি ৯৬ লক্ষ টাকা ঋণ পেলেন। শুক্রবার এই বিপুল পরিমাণ ঋণ তুলে দেওয়া হল মহা ঋণ মেলার মধ্য দিয়ে।
#বীরভূম : দুর্গাপুজোর আগে বীরভূমের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মোট ১০১ কোটি ৯৬ লক্ষ টাকা ঋণ পেলেন। শুক্রবার এই বিপুল পরিমাণ ঋণ তুলে দেওয়া হল মহা ঋণ মেলার মধ্য দিয়ে। এই অনুষ্ঠানটি হয় সিউড়ির বীরভূম ডিআরডিসি হলে। যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় থেকে শুরু করে গ্রামোন্নয়ন দফতর এবং বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিকরা ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বীরভূম জেলা গ্রামোন্নয়ন শাখার উদ্যোগে এই মহা ঋণ মেলার আয়োজন করা হয়।
যেখানে বিভিন্ন ব্যাঙ্কের সহযোগিতায় এই বিপুল পরিমাণ ঋণ স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে তুলে দেওয়া হয়। বীরভূম জেলাশাসক বিধান রায় জানান, বীরভূমে ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই বছর পাঁচ হাজার চারশো স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার লক্ষ্যমাত্রা রয়েছে। ইতিমধ্যেই এই লক্ষ্যমাত্রার অর্ধেক পূরণ হয়েছে। এদিন যে অর্থ মহা ঋণ হিসাবে তুলে দেওয়া হল সেই হিসাব অনুযায়ী এক একটি স্বনির্ভর গোষ্ঠী অন্ততপক্ষে ২ লক্ষ ৩১ হাজার টাকা করে পেল। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে এই ঋণ তুলে দেওয়ার লক্ষ্য হল এই সকল গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করে তোলা।
advertisement
advertisement
অন্যান্য ক্ষেত্রে ঋণ নেওয়ার জন্য বিভিন্ন কাগজপত্র ছাড়াও মরগেজ এবং গ্যারান্টার প্রয়োজন হয়। স্বনির্ভর গোষ্ঠীর এই ঋণের ক্ষেত্রে ঋণগ্রহীতারা কেবলমাত্র নিজেদের পরিচয়পত্র দেখিয়েই ঋণ পাচ্ছেন। এই সুবিধা থাকার কারণে তারা লোন নিয়ে সেই টাকা নিজেদের কাজে লাগাতে পারছেন। কোন রকম মরগেজ অথবা গ্যারান্টার ছাড়াই এই লোন পাওয়া এবং সেই টাকা বিভিন্ন খাতে ব্যয় করে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা করে দিয়েছে বলে দাবি করেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
advertisement
Madhab Das
Location :
First Published :
September 10, 2022 2:31 PM IST