Birbhum News: অল্প বৃষ্টিতেই রাস্তা ডুবন্ত! হাঁটু জল পার করতে গিয়ে আতঙ্কিত বাসিন্দারা

Last Updated:

রাজ্য সরকারের তরফ থেকে যেখানে রাস্তাঘাটের মান বৃদ্ধি করার জন্য জোর দেওয়া হচ্ছে, সেখানে রাজগ্রামে একের পর এক জায়গায় এই রাস্তা খারাপের ছবি সামনে আসছে।

+
title=

#বীরভূম : রাজ্য সরকারের তরফ থেকে যেখানে রাস্তাঘাটের মান বৃদ্ধি করার জন্য জোর দেওয়া হচ্ছে, সেখানে রাজগ্রামে একের পর এক জায়গায় এই রাস্তা খারাপের ছবি সামনে আসছে। রাজগ্রামে সেই রকমই আরও একটি রাস্তার ছবি ধরা পড়লো যেখানে সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে যায়। এলাকার বাসিন্দাদের সেই হাঁটু জলেই পারাপার করতে হয়। তবে এই সমস্যা নতুন নয় বলেই জানা যাচ্ছে স্থানীয়দের থেকে। এই সমস্যা এলাকায় দীর্ঘদিনের।
যে রাস্তার এমন করুণ অবস্থা সেই রাস্তাটি দিয়ে একদিকে রামপুরহাট, বোলপুর সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় এলাকার বাসিন্দাদের। আবার ওই একই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের পাকুর। মুরারই এক নম্বর ব্লকের অন্তর্গত রাজগ্রাম পশ্চিম বাজার রবিদাস পাড়ার কাছে থাকা এই মূল রাস্তা এখন এলাকার বাসিন্দাদের কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ১৫ কোটি টাকার রাস্তার এ কি অবস্থা! দেখলে লাগবে বুকে ব্যথা
স্থানীয়দের তরফ থেকে জানা যাচ্ছে, হাসপাতাল থেকে শুরু করে অন্যত্র যাওয়ার এই মূল রাস্তার প্রায় এক কিলোমিটারের বেশি এইরকম বেহাল অবস্থা হয়ে রয়েছে দীর্ঘদিন ধরেই। এর ফলে টোটো এবং অন্যান্য যানবাহন যাতায়াত করার সময় দুর্ঘটনার কবলে পড়ছে। তাদের দাবি সরকারের অবিলম্বে এই দিকে নজর দেওয়া উচিত এবং এই রাস্তাটি অবিলম্বে সারাই করা উচিত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জেলায় রয়েছে ২৬ প্রজাতির সাপ! তাদের থেকে নিজেকে সুরক্ষিত রাখার উপায় বাতলালেন দীনবন্ধু
স্থানীয়দের দাবি-দাওয়া নিয়ে এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, রাস্তাটির দেখভালের দায়িত্বে রয়েছে PWD। সুতরাং তারা এই রাস্তাটি মেরামতি করতে পারবেন না। তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত এই রাস্তা সরানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: অল্প বৃষ্টিতেই রাস্তা ডুবন্ত! হাঁটু জল পার করতে গিয়ে আতঙ্কিত বাসিন্দারা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement