TRENDING:

রাজ্যবাসীর শুভকামনায় মাজারে চাদর চড়ালেন মন্ত্রী ফিরহাদ হাকিম

Last Updated:

Firhad Hakim: ফিরহাদ হাকিম রবিবার পৌঁছে যান পাথরচাপুড়ির হযরত দাতা মেহেবুব শাহের মাজারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বীরভূমে পৌঁছন শনিবার। প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি বীরভূমে এসেছেন দুদিনের সফরে। দুদিনের এই সফরে প্রথম দিনেই তিনি রামপুরহাট এবং সিউড়িতে দুটি প্রশাসনিক বৈঠক সেরে ফেলেন। এছাড়াও রাজনৈতিক কর্মসূচির অঙ্গ হিসাবে সভা করার পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন।
advertisement

দুদিনের বীরভূম সফরে আসা মন্ত্রী ফিরহাদ হাকিম রবিবার পৌঁছে যান পাথরচাপুড়ির হযরত দাতা মেহেবুব শাহের মাজারে। সেখানে পৌঁছে তিনি দাতা সাহেবের এই মাজার ঘুরে দেখার পাশাপাশি চাদর চড়ান। মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও এদিন দাদা সাহেবের মাজারে চাদর চড়ান সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা।

advertisement

আরও পড়ুন- এ যেন এক টুকরো রাজস্থান, দর্শনার্থীদের মন জিতেছে রিষড়ার তরুণ দল অনাথ আশ্রম জগদ্ধাত্রী পুজো

দাতা সাহেবের মাজারে চাদর চড়ানোর পর মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, "আমি সিউড়িতে এলে চেষ্টা করি একবার দাতা সাহেবের মাজারে হাজিরা দেওয়ার। হাজিরা দিতে এসেছিলাম, চাদর চড়ালাম। আমার তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চাদর চড়ালাম। বাংলার শুভকামনা অর্থাৎ আমরা যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারি তার প্রার্থনা করলাম।"

advertisement

View More

প্রসঙ্গত, ফিরহাদ হাকিম শনিবার এসেই তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ টিআরডিএ-র বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেন। এছাড়াও বীরভূমে যে সকল পৌরসভা রয়েছে সেই সকল পৌরসভাগুলির বিভিন্ন প্রজেক্টের কাজ কেমন চলছে তা খতিয়ে দেখার জন্য সিউড়িতে বৈঠক করেন।

আরও পড়ুন- প্রেমের বাণী ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য, রিষড়াতে জগদ্ধাত্রীর সঙ্গে পূজিত হন রাধা-কৃষ্ণ

advertisement

এই সকল বৈঠক থেকেই ফিরহাদ হাকিম জানিয়ে দেন, নলহাটি পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেখানে আগামী পঞ্চায়েত নির্বাচনের সময় ভোট গ্রহণ হবে। নলহাটি পৌরসভা ছাড়াও রাজ্যের আরও যে সাতটি পৌরসভা রয়েছে, সেই পৌরসভাগুলিরও নির্বাচন হবে পঞ্চায়েত ভোটের সময়।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
রাজ্যবাসীর শুভকামনায় মাজারে চাদর চড়ালেন মন্ত্রী ফিরহাদ হাকিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল