প্রেমের বাণী ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য, রিষড়াতে জগদ্ধাত্রীর সঙ্গে পূজিত হন রাধা-কৃষ্ণ

Last Updated:

জগদ্ধাত্রী পূজো উপলক্ষে সেজে উঠেছে হুগলি রিষড়া। চোখ ধাঁধানো থিমের প্যান্ডেল ও থিমের প্রতিমা মন কেড়েছে দর্শনার্থীদের। রিষড়ার বাঁশতলার আমরা পুজো কমিটি বিশেষ আকর্ষণ তাদের প্রতিমা। 

+
দেবী

দেবী জগদ্ধাত্রী সঙ্গে এখানে পুজিত হয় রাধা কৃষ্ণ

হুগলি: জগদ্ধাত্রী পূজো উপলক্ষে সেজে উঠেছে হুগলির রিষড়া। চোখ ধাঁধানো থিমের প্যান্ডেল ও থিমের প্রতিমা মন কেড়েছে দর্শনার্থীদের। রিষড়ার বাঁশতলার আমরা পুজো কমিটি বিশেষ আকর্ষণ তাদের প্রতিমা। প্রতিমাতে কোনওরকম থিমের জন্য আকর্ষণীয় নয় বরং সেটি আকর্ষণীয় প্রেমের মেলবন্ধনের জন্য। এখানে দেবী জগদ্ধাত্রীর সঙ্গে থাকেন রাধা ও কৃষ্ণ। দেবী জগদ্ধাত্রীর সঙ্গে এখানে পূজিত হন রাধা-কৃষ্ণ।
রিষড়ার বাঁশতলা থেকে একটু এগোলেই পড়বে আমরা পুজো কমিটির জগদ্ধাত্রী পূজো। যেখানে অন্য সমস্ত পুজো উদ্যোক্তারা ব্যাস্ত থিম নিয়ে সেখানে আমরা পুজো কমিটির পুজো উদ্যোক্তারা জোর দিয়েছেন তাদের সাবেকিয়ানার উপর। জগদ্ধাত্রী প্রতিমা এখানে রাজরাজেশ্বরীর বেশে। এখানে দেবী জগদ্ধাত্রী সঙ্গে একই কাঠামোয় পূজিত হন রাধা ও কৃষ্ণ। রাধা কৃষ্ণের অটুট প্রেমের বন্ধন যেন জড়িয়ে রয়েছে গোটা প্রতিমা জুড়ে।
advertisement
জগদ্ধাত্রী পূজোর মাসখানেক আগে থেকেই মন্ডপের মধ্যে শুরু হয় ঠাকুর তৈরির কাজ। দক্ষ হাতে শিল্পী তৈরি করেছেন দেবীর প্রতিমা। রাজকীয় বেশে দেবীর অপরূপ প্রতিমা দেখে মনে হয় দেবী এখানে রাজ রাজেশ্বরী। তবে দেবীর সঙ্গে রাধা কৃষ্ণের পূজো সেটি হল বিশেষ আকর্ষণ।
advertisement
advertisement
কেন দেবী জগদ্ধাত্রী সঙ্গে রাধা কৃষ্ণের পূজো হয় সেই বিষয়ে আমরা পূজো কমিটির এক পুজো উদ্যোক্তা জানান, রাধা ও কৃষ্ণ প্রেমের মেলবন্ধনের প্রতীক। সেই প্রেমের মেলবন্ধনকে ফুটিয়ে তোলার জন্য দেবী জগদ্ধাত্রী সঙ্গে এখানে রয়েছে রাধা ও কৃষ্ণ। অন্য জায়গায় দেবী জগদ্ধাত্রী সঙ্গে থাকেন জয়া ও বিজয়া দুই সখি। কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দারা বরাবরই রাধা ও কৃষ্ণকেই পুজো করে আসছেন তাই দেবী জগদ্ধাত্রীর সঙ্গে তাদের মন্ডপে পূজিত হন রাধা কৃষ্ণ।
advertisement
Rahi Halder
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
প্রেমের বাণী ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য, রিষড়াতে জগদ্ধাত্রীর সঙ্গে পূজিত হন রাধা-কৃষ্ণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement