এ যেন এক টুকরো রাজস্থান, দর্শনার্থীদের মন জিতেছে রিষড়ার তরুণ দল অনাথ আশ্রম জগদ্ধাত্রী পুজো

Last Updated:

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সেজে উঠেছে হুগলির রিষড়া। নানান থিমের বাহার নিয়ে হাজির পুজো উদ্যোক্তারা। কোথাও পথের পাঁচালী কোথাও বই খাতা দিয়ে প্যান্ডেল কোথাও বা রাজবাড়ী। মন্ডপ সজ্জায় টেক্কা দিতে পিছ পা হননি না কোন পুজো উদ্যোক্তারা।

+
প্রতিমার

প্রতিমার ছবি

হুগলি: জগদ্ধাত্রী পূজো উপলক্ষে সেজে উঠেছে হুগলির রিষড়া। নানান থিমের বাহার নিয়ে হাজির পুজো উদ্যোক্তারা। কোথাও পথের পাঁচালী কোথাও বই খাতা দিয়ে প্যান্ডেল কোথাও আবার রাজবাড়ী। মন্ডপ সজ্জায় টেক্কা দিতে পিছ পা হননি না কোনও পুজো উদ্যোক্তারা। পিছিয়ে নেই তরুণ দল অনাথ আশ্রমের পুজো। এই বছর তাদের থিম রাজস্থান। রাজস্থানের রাজবাড়ি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে।
ষষ্ঠী থেকেই বহু মানুষের ভিড় মন্ডপ দেখার জন্য। দর্শনার্থীরা মন্ডপে প্রবেশ করে শুধু ঠাকুর ও মণ্ডপ দেখছেন তাই নয়, মুহূর্তগুলিকে তারা ফ্রেমবন্দি করে নিয়েও যাচ্ছেন। বহু মানুষের ঢল অনাথ আশ্রম এর পূজো মন্ডপে। নবমীর রাতে সেই ভিড় আরো বৃদ্ধি পেয়েছিল। হাজারো দর্শনার্থী ভিড় করেছিলেন রাজস্থানের রাজবাড়ী দেখার জন্য।
advertisement
advertisement
এই বছরের থিম এক টুকরো রাজস্থানের পরিকল্পনা পূজা উদ্যোক্তাদের মাথায় এসেছিল রাজস্থান ঘুরতে গিয়েই। অনাথ আশ্রম ক্লাবের একজন পূজা উদ্যোক্তা জানান, ছুটিতে তারা রাজস্থান বেড়াতে গিয়েছিলেন সেখান থেকেই এই রাজবাড়ীর ছবি তারা তুলে এনেছিলেন। রাজস্থানে বসেই তারা ঠিক করেছিলেন এই বছর জগদ্ধাত্রী পুজোতে তাদের মন্ডপ তৈরি হবে রাজস্থানের রাজবাড়ীর আদলে।
advertisement
সেই মতন শুরু হয় মন্ডপ তৈরির কাজ। দীর্ঘ দেড় মাসের পরিশ্রমের ফল তাদের পূজা মন্ডপটি। আরেক পুজো উদ্যোক্তা জানান, দর্শনার্থীদের আবেগ প্রমান করছে তাদের পুজো কতটা সাফল্য পেয়েছে। যারাই মন্ডপে ঠাকুর দেখতে আসছেন সবাই সেই মন্ডপের ছবি তুলে নিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এটাই প্রমাণ করছে তাদের থিম এই বছর মন কেড়েছে দর্শনার্থীদের।
advertisement
Rahi Halder
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
এ যেন এক টুকরো রাজস্থান, দর্শনার্থীদের মন জিতেছে রিষড়ার তরুণ দল অনাথ আশ্রম জগদ্ধাত্রী পুজো
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement