TRENDING:

Birbhum News: ৪০-এর বেশি হাতির হানা! আতঙ্কে বীরভূম, নিদ্রাহীন রাত কাটাচ্ছে সীমান্ত এলাকার মানুষ

Last Updated:

হাতির আতঙ্ক ছড়িয়েছে বীরভূমের কাঁকরতলা থানার অন্তর্গত বীরভূম ঝাড়খন্ড সীমান্ত এলাকায়। এখানে এই বিপুল সংখ্যক হাতি এসে জমায়েত করেছে মূলত ঝাড়খন্ডের চাঁদের বাঁধ নামে একটি এলাকা থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: ছানাপোনা নিয়ে একসঙ্গে ৪০টির বেশি হাতি যে কোনও সময় তারা বীরভূমে ঢুকতে পারে। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এমনকি বীরভূম সীমান্ত এলাকায় ঢুকে গেলেও বন বিভাগের তৎপরতায় তাদের ফেরত পাঠানো সম্ভব হয়। এই হাতির দলের সঙ্গে থাকা একটি দাঁতাল আরও বেশি আতঙ্ক বাড়াচ্ছে এবং মানুষ দেখলেই তাড়া করছে।
advertisement

হাতির আতঙ্ক ছড়িয়েছে বীরভূমের কাঁকরতলা থানার অন্তর্গত বীরভূম ঝাড়খন্ড সীমান্ত এলাকায়। এখানে এই বিপুল সংখ্যক হাতি এসে জমায়েত করেছে মূলত ঝাড়খন্ডের চাঁদের বাঁধ নামে একটি এলাকা থেকে। এরপর রাতে কাঁকরতলা থানার অন্তর্গত রসা বিট এলাকায় সেই হাতির দল প্রবেশও করে। এরপরই বীরভূমের বিভিন্ন বন দফতরের কর্মীদের প্রচেষ্টা, পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফের ওই হাতির দল ঝাড়খণ্ডে ফেরত পাঠানো সম্ভব হয়। তবে ওই হাতির দল একেবারে বীরভূম সীমান্তে রয়েছে বলে জানা যাচ্ছে বন দফতর সূত্রে।

advertisement

আরও পড়ুন: Hooghly News: চোখের নিমেষে ব্যাঙ্ক একাউন্ট সাফ, পুলিশের হাতে ধরা পড়ল এটিএম প্রতারণা কাণ্ডের মূল অভিযুক্ত

অন্যদিকে যাতে এই হাতির দল আবার বীরভূমে প্রবেশ করতে না পারে তার জন্য বন দফতরের কর্মীরা, পুলিশ প্রশাসন এবং গ্রামবাসীদের সহযোগিতায় প্রহরা শুরু হয়েছে। হুলা পার্টি থেকে শুরু করে ঐরাবত-সহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম রাখা হয়েছে হাতির দলকে বীরভূম সীমান্ত এলাকা থেকে দূরে সরানোর জন্য। গতকাল রাতের পর বুধবার সন্ধ্যা নামার আগেই নতুন করে বন দফতরের কর্মীরা হাতি তাড়ানোর জন্য ড্রাইভ শুরু করবেন।

advertisement

আরও পড়ুন: Murshidabad Picnic: পিকনিকের নতুন ঠিকানা হীরাঝিল প্রাসাদ! ঘুরে আসুন নতুন বছরে

তবে এখনও পর্যন্ত এই হাতির দল এলাকায় কোন ক্ষয়ক্ষতি করেনি। সতর্কতা হিসাবে গ্রামবাসীদের সজাগ থাকতে বলা হয়েছে এবং যে সকল বাড়িঘর রয়েছে সেগুলির ধারে কাছে রাতে আগুন জ্বালিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হাতি হানা দিতে না পারে। হাতির দল এখন বীরভূম সীমান্তে ঝাড়খন্ডে বসবাস করলেও যে কোনও সময় বীরভূমে প্রবেশ করতে পারে, এমন আতঙ্ক রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, এমন নিখুঁত কাজ দেখতে দর্শকদের হুড়োহুড়ি
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: ৪০-এর বেশি হাতির হানা! আতঙ্কে বীরভূম, নিদ্রাহীন রাত কাটাচ্ছে সীমান্ত এলাকার মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল