হাতির আতঙ্ক ছড়িয়েছে বীরভূমের কাঁকরতলা থানার অন্তর্গত বীরভূম ঝাড়খন্ড সীমান্ত এলাকায়। এখানে এই বিপুল সংখ্যক হাতি এসে জমায়েত করেছে মূলত ঝাড়খন্ডের চাঁদের বাঁধ নামে একটি এলাকা থেকে। এরপর রাতে কাঁকরতলা থানার অন্তর্গত রসা বিট এলাকায় সেই হাতির দল প্রবেশও করে। এরপরই বীরভূমের বিভিন্ন বন দফতরের কর্মীদের প্রচেষ্টা, পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফের ওই হাতির দল ঝাড়খণ্ডে ফেরত পাঠানো সম্ভব হয়। তবে ওই হাতির দল একেবারে বীরভূম সীমান্তে রয়েছে বলে জানা যাচ্ছে বন দফতর সূত্রে।
advertisement
অন্যদিকে যাতে এই হাতির দল আবার বীরভূমে প্রবেশ করতে না পারে তার জন্য বন দফতরের কর্মীরা, পুলিশ প্রশাসন এবং গ্রামবাসীদের সহযোগিতায় প্রহরা শুরু হয়েছে। হুলা পার্টি থেকে শুরু করে ঐরাবত-সহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম রাখা হয়েছে হাতির দলকে বীরভূম সীমান্ত এলাকা থেকে দূরে সরানোর জন্য। গতকাল রাতের পর বুধবার সন্ধ্যা নামার আগেই নতুন করে বন দফতরের কর্মীরা হাতি তাড়ানোর জন্য ড্রাইভ শুরু করবেন।
আরও পড়ুন: Murshidabad Picnic: পিকনিকের নতুন ঠিকানা হীরাঝিল প্রাসাদ! ঘুরে আসুন নতুন বছরে
তবে এখনও পর্যন্ত এই হাতির দল এলাকায় কোন ক্ষয়ক্ষতি করেনি। সতর্কতা হিসাবে গ্রামবাসীদের সজাগ থাকতে বলা হয়েছে এবং যে সকল বাড়িঘর রয়েছে সেগুলির ধারে কাছে রাতে আগুন জ্বালিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হাতি হানা দিতে না পারে। হাতির দল এখন বীরভূম সীমান্তে ঝাড়খন্ডে বসবাস করলেও যে কোনও সময় বীরভূমে প্রবেশ করতে পারে, এমন আতঙ্ক রয়েছে।
Madhab Das