Hooghly News: চোখের নিমেষে ব্যাঙ্ক একাউন্ট সাফ, পুলিশের হাতে ধরা পড়ল এটিএম প্রতারণা কাণ্ডের মূল অভিযুক্ত
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
শহরে শুরু হয়েছিল নতুন রকমের জালিয়াতি। এটিএম কার্ড জাল করে চোখের নিমেষে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছিল প্রতারকরা। এটিম জালিয়াতির নয়া কৌশলের পর্দা ফাঁস করলেন হুগলি গ্রামীণ পুলিশ।
#হুগলি: শহরে শুরু হয়েছিল নতুন রকমের জালিয়াতি। এটিএম কার্ড জাল করে চোখের নিমেষে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছিল প্রতারকরা। এটিম জালিয়াতির নয়া কৌশলের পর্দা ফাঁস করলেন হুগলি গ্রামীণ পুলিশ। ঘটনায় গ্রেফতার এক।অভিযুক্তর নাম গিয়াসউদ্দিন মল্লিক বাড়ি সিঙ্গুরের বলরাম বাটি এলাকায়।
এটিএম কার্ড জালিয়াতির ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের কাছ থেকে বিভিন্ন ব্যাঙ্কের ৬৭ টি এটিএম কার্ড সহ ২৫ হাজার টাকা ও ৬০ হাজার টাকা মূল্যের একটি সোনার গহনা উদ্ধার করে হরিপাল থানার পুলিশ। জালিয়াতির কাজে ব্যবহৃত একটি স্কুটি গাড়িও সিজ করেছে পুলিশ। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জালিয়াতির ঘটনায় আর কেউ কেউ যুক্ত আছে কি না তা ও তদন্ত করে দেখছে পুলিশ আধিকারিকরা। বুধবার হরিপাল থানায় একটি সাংবাদিক বৈঠকে একথা জানান হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়াটার আফজাল আবরার।
advertisement
পুলিশ জানিয়েছে গত ৬ ই ডিসেম্বর নালিকুলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিম কাউন্টার থেকে টাকা তোলার সময় শেখ আমিরুদ্দিন নামে এক ব্যক্তিকে সহযোগিতা করার নামে কার্ড বদলে নেন অভিযুক্ত গিয়াসউদ্দিন। এর পর ওই কার্ড থেকে টাকা তোলে অভিযুক্ত পাশপাশি একটি সোনার দোকানে কেনাকাটায় ব্যবহার করা হয় ওই কার্ডটি।
advertisement
এরপরই প্রতারিত ব্যক্তি হরিপাল থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তদন্ত নেমে অভিযুক্ত গিয়াসউদ্দিনকে গত নয় ডিসেম্বর গ্রেফতার করে।আদালতে পেশ করে গিয়াসউদ্দিন কে পুলিশি হেফাজতে নেয় হরিপাল থানার পুলিশ।অভিযুক্তকে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিভিন্ন ব্যাঙ্কের ৬৮ টি এটিম কার্ড।এই এটিম কার্ড জালিয়াতির ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা বা জালিয়াতির জাল কত দূর বিস্তীর্ত তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: Nandigram: গভীর রাতে পঞ্চায়েত অফিসে মধুচক্র, ফাইল লোপাট? বিজেপির বিক্ষোভে উত্তপ্ত নন্দীগ্রাম
পুলিশ আরও জানিয়েছে অভিযুক্ত গিয়াসউদ্দিন মুম্বাইয়ে একটি জুয়েলারি দোকানে কাজ করতো ঘটনার দিন চারেক আগে সিঙ্গুরের বলরাম বাটি এলাকায় তার নিজের বাড়ি ফেরে। সেখানেই পুলিশ তাকে গ্রেফতার করে।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
First Published :
December 14, 2022 1:02 PM IST