Nandigram: গভীর রাতে পঞ্চায়েত অফিসে মধুচক্র, ফাইল লোপাট? বিজেপির বিক্ষোভে উত্তপ্ত নন্দীগ্রাম

Last Updated:

স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার গভীর রাতে গোকুলনগর পঞ্চায়েত অফিসে এক মহিলাকে ঢুকতে দেখা যায়।

নন্দীগ্রামের পঞ্চায়েত অফিসে মধুচক্র চালানোর অভিযোগ।
নন্দীগ্রামের পঞ্চায়েত অফিসে মধুচক্র চালানোর অভিযোগ।
#নন্দীগ্রাম: রাজনৈতিক উত্তেজনার জন্য় নিয়মিত খবরের শিরোনামে থাকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই নন্দীগ্রামেরই পঞ্চায়েত অফিসে রাত্রিবেলা মধুচক্র চালানোর অভিযোগে চাঞ্চল্য় ছড়ালো। শুধু তাই নয়, ওই অফিস থেকে পঞ্চায়েতের কাজ সংক্রান্ত ফাইলও লোপাট করা হয়েছে বলে অভিযোগ বিজেপি সমর্থকদের।
মঙ্গলবার গভীর রাত থেকেই এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে। অভিযোগ, গোকুলনগর গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরেই রাতে মধুচক্রের আসর বসেছিল। এই অভিযোগকে কেন্দ্র করে ওই পঞ্চায়েত অফিস ঘেরাও করে এ দিন সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার গভীর রাতে গোকুলনগর পঞ্চায়েত অফিসে এক মহিলাকে ঢুকতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন পঞ্চায়েত অফিসের সচিব। খবর পেয়ে পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন বিজেপি সমর্থকরা। ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা।
advertisement
এলাকায় আসে নন্দীগ্রাম থানার পুলিশ। রাতেই পুলিশ পঞ্চায়েত অফিস থেকে এক মহিলাকে আটক করে নিয়ে যায়। আটক হওয়া মহিলার বাড়ি কোলাঘাট এলাকায়। আরও বেশ কয়েকজন অপরিচিত মহিলা পঞ্চায়েত অফিসে রয়েছে এই অভিযোগ তুলে রাত থেকে অবস্থান বিক্ষোভ করছে বিজেপির কর্মী সমর্থকরা।
তাঁদের অভিযোগ, পঞ্চায়েত অফিসে রাতের অন্ধকারে শুধু ফাইল লোপাট নয়, বাইরে থেকে মহিলা এনে মধুচক্র চালানো হচ্ছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম জুড়ে। এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: গভীর রাতে পঞ্চায়েত অফিসে মধুচক্র, ফাইল লোপাট? বিজেপির বিক্ষোভে উত্তপ্ত নন্দীগ্রাম
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement