আবাস যোজনার তালিকায় নাম নেই একাধিক আদিবাসী পরিবারের, এলাকাজুড়ে পোস্টার

Last Updated:

আবাস যোজনার জন্য বরাদ্দ টাকা পাওয়ার পর থেকেই বাড়ি প্রাপকদের তালিকা যাচাই করার কাজ শুরু হয়েছে রাজ্যজুড়ে। সেখানে যেমন নানা রকমের বিতর্কের খবর উঠে আসছে, তেমনই শোনা যাচ্ছে অভাব অভিযোগের কথাও

#দক্ষিণবঙ্গ, সুকান্ত চক্রবর্তী: রয়েছে আধার কার্ড। ভোটার কার্ড, রেশন কার্ডও রয়েছে। এমনকি, মাটির বাড়িতে বিদ্যুৎ সংযোগও রয়েছে। তা সত্ত্বেও মিলছে না আবাস যোজনার বাড়ি। ক্ষোভে ফুঁসছে দাসপুরের তাতারপুর গ্রামের ৪০ থেকে ৫০টি আদিবাসী পরিবার। এলাকাজুড়ে পড়েছে পোস্টার।
আবাস যোজনার জন্য বরাদ্দ টাকা পাওয়ার পর থেকেই বাড়ি প্রাপকদের তালিকা যাচাই করার কাজ শুরু হয়েছে রাজ্যজুড়ে। সেখানে যেমন নানা রকমের বিতর্কের খবর উঠে আসছে, তেমনই শোনা যাচ্ছে অভাব অভিযোগের কথাও। এবার, বাড়ি পাওয়া নিয়ে গাফিলতির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সড়বেরিয়া গ্রাম পঞ্চায়েতের তাতারপুর গ্রামে।
অভিযোগ, আবাস যোজনার বাড়ির তালিকায় নাম নেই প্রকৃত বাড়িপ্রাপকদের। তালিকা থেকে বাদ পড়েছে অন্তত ৪০ থেকে ৫০টি পরিবার। এদের মধ্যে বেশ কয়েকটি আদিবাসী পরিবারও রয়েছে। আর তাতেই তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে। রাজ্য সরকারের কাছে জবাব চেয়ে, গ্রামের গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তার ধারে পড়েছে একাধিক পোস্টার।
advertisement
advertisement
এলাকার বাসিন্দারা জানান, তাঁরা এই এলাকার ভোটার, ভোটও দেন। কিন্তু, দীর্ঘদিন ধরেই মাটির কুঁড়েঘরে বসবাস করে যাচ্ছেন তাঁরা। বিষয়টি নিয়ে একাধিক বার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।
advertisement
এ বিষয়ে দাসপুর সরবেড়িয়া এলাকার সিপিএম নেতা প্রবীর সামন্তের দাবি, "দাসপুরের তাতারপুর এলাকার বহু আদিবাসী ও দরিদ্র পরিবারকে আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি যাদের দো-তালা, তিনতলা, বাড়ি রয়েছে এমন লোকজনেরও আবাস যোজনা প্রকল্পে নাম রয়েছে।"
advertisement
তবে, দাসপুরের এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক জানান, কিছু কিছু আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব জায়গা না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে, যে সমস্ত মানুষের এখনও আবাস যোজনায় নাম নথিভুক্ত হয়নি, তাঁদের নাম ফের তালিকাভুক্ত করে পাঠানো হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এ বিষয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, "বিডিওকে বিষয়টি দেখবার জন্য বলা হয়েছে।"
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আবাস যোজনার তালিকায় নাম নেই একাধিক আদিবাসী পরিবারের, এলাকাজুড়ে পোস্টার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement