ক্ষমতায় এলে মহিলাদের ১০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি, মেঘালয়ে ঘোষণা করতে পারে তৃণমূল

Last Updated:

সূত্রের খবর, এদিন মেঘালয়ের জন্য বড় কিছু নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে ঘোষণা করতে পারেন তাঁরা।

#মেঘালয়: আগামী বছর মেঘালয়ের বিধানসভা নির্বাচন। তার আগেই সেখানকার প্রধান বিরোধী দল তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফরে রয়েছেন। সূত্রের খবর, এদিন মেঘালয়ের জন্য বড় কিছু নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে ঘোষণা করতে পারেন তাঁরা।
লক্ষ্মীর ভাণ্ডারের আদলে একটি প্রকল্প মেঘালয়তেও ঘোষণা করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এলে মহিলাদের ১০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি । বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে মেঘালয়ে We Card নামে একটি পরিষেবার কথা নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে করতে পারে তৃণমূল। এর ঘোষণা এদিনই ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলিকে পাখির চোখ করেছে তৃণমূল। এর মধ্যে ঘাসফুলের শিবিরের মূল লক্ষ্য দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি। আগামী বছর ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হতে পারে।
advertisement
advertisement
ইতিমধ্যে ত্রিপুরায় সংগঠন শক্তিশালী করেছে তৃণমূল। পুর নির্বাচনে অংশ নিয়েছে। এর পাশাপাশি মেঘালয়ে কংগ্রেসের ১১ জন বিধায়ক হাত ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ায় বর্তমানে মেঘালয়ের প্রধান বিরোধী দলই তৃণমূল।
এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার মেঘালয় সফর করেছে। কর্মীসভাও করেছেন তিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে মেঘালয় সফর তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মতো মেঘালয়ের মহিলা ভোটারদের ভোট পাখির চোখ তৃণমূলের। সেই জন্য ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রকল্প আনা হবে বলে ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
সূত্রের খবর, We Card পরিষেবা চালু করার প্রতিশ্রুতি দিতে পারে তৃণমূল। ঘোষণা করা হতে পারে যে ক্ষমতায় এলে মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
ক্ষমতায় এলে মহিলাদের ১০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি, মেঘালয়ে ঘোষণা করতে পারে তৃণমূল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement