Lalan Sheikh Death: তদন্ত ভার নিল সিআইডি, খুশি লালনের পরিবার! আজ রামপুরহাট যেতে পারেন সিবিআই শীর্ষ কর্তাও
- Published by:Debamoy Ghosh
- Reported by:Amit Sarkar
Last Updated:
মৃত লালন শেখের স্ত্রীর চাঞ্চল্য়কর অভিযোগের পর বিষয়টি অন্য় মাত্রা পেয়েছে।
#রামপুরহাট: মঙ্গলবার রাতেই সিবিআই হেফাজতে থাকা বগটুই কাণ্ডের অন্য়তম মূল অভিযুক্ত লালন শেখের মৃত্য়ুর ঘটনার তদন্তভার হাতে নিল সিআইডি। রামপুরহাটে সিবিআই-এর যে অস্থায়ী ক্য়াম্পে লালন শেখের রহস্য়মৃত্য়ুর ঘটনা ঘটে, আজ সেখানে যেতে পারেন তদন্তকারীরা। ঘটনাস্থলে যেতে পারে ফরেন্সিক দলও। সিআইডি জেলা পুলিশের কাছ থেকে তদন্তভার হাতে নেওয়ায় খুশি লালনের পরিবারও।
অন্য়দিকে লালন শেখের মৃত্য়ুর ঘটনায় সিবিআই-ও বিভাগীয় তদন্ত শুরু করেছে। মঙ্গলবার রাতেই দিল্লি থেকে কলকাতায় পৌঁছন সিবিআই-এর অ্য়াডিশনাল ডিরেক্টর অজয় ভটনাগর। লালন শেখের মৃত্য়ুর ঘটনায় সিবিআই-এর শীর্ষ কর্তারাও চরম ক্ষুব্ধ। কারণ হেফাজতে থাকা আসামী লালনের মৃ্ত্য়ুতে সিবিআই-এর দিকেই গাফিলতির আঙুল উঠছে। এমন কি, লালনের পরিবার তাঁকে খুনের অভিযোগও করেছে। সিবিআই-এর আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
advertisement
advertisement
মঙ্গলবার রাতে কলকাতায় পৌঁছেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন সিবিআই-এর অ্য়াডিশনাল ডিরেক্টর অজয় ভটনাগর। আজ তিনিও রামপুরহাটে যেতে পারেন। সিআইডি-র পাশাপাশি লালনের মৃত্য়ুর ঘটনার সময় সিবিআই ক্য়াম্পে উপস্থিত সিবিআই আধিকারিক, কর্মী এবং সিআরপিএফ জওয়ানদের সঙ্গেও কথা বলতে পারেন সিবিআই-এর এই শীর্ষ কর্তা।
advertisement
লালন শেখের রহস্য়মৃত্য়ুর ঘটনার পর থেকেই জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিল সিআইডি। ফলে তদন্তভার তাদের হাতে যাওয়ার সম্ভাবনাই প্রবল ছিল। মৃত লালন শেখের স্ত্রীর চাঞ্চল্য়কর অভিযোগের পর বিষয়টি অন্য় মাত্রা পেয়েছে। লালনের স্ত্রীর অভিযোগ, ঘটনার দিন দুপুরে লালনকে গ্রামে নিয়ে গিয়ে টাকার বিনিময়ে মামলা সামলে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। লালনকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়। লালনের মা, শ্য়ালিকাও অভিযোগ করেন, লালনকে মারধর করা হয়েছে।
advertisement
গতকালই রামপুরহাট হাসপাতালে লালন শেখের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্য়ুর প্রকৃত কারণ জানতে পারার কথা। ময়নাতদন্তের পর আজ লালনের দেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। প্রথমে রাজি না হলেও পরে দেহ নিতে রাজি হয় লালন শেখের পরিবার। আজই তাঁর শেষকৃত্য় হওয়ার কথা।
একজন ডিএসপি পদমর্যাদার অফিসারের সঙ্গে সিআইডি-র দু' জন ইন্সপেক্টর, চার জন সাব ইন্সপেক্টর এবং এবং এএসআই রামপুরহাট পৌঁছেছেন। তদন্তের কাজে লালনের গ্রামেও যেতে পারেন তাঁরা। আজ লালন শেখের মৃত্যুর ঘটনায় রামপুরহাট থানায় দায়ের হওয়া মামলার নথি হাতে নেবে সিআইডি।
advertisement
সহ প্রতিবেদন- সুপ্রতিম দাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2022 9:51 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lalan Sheikh Death: তদন্ত ভার নিল সিআইডি, খুশি লালনের পরিবার! আজ রামপুরহাট যেতে পারেন সিবিআই শীর্ষ কর্তাও