Murshidabad Picnic: পিকনিকের নতুন ঠিকানা হীরাঝিল প্রাসাদ! ঘুরে আসুন নতুন বছরে

Last Updated:

মুর্শিদাবাদ জেলা মানেই ইতিহাস। ইতিহাস কে জানতে মুর্শিদাবাদ শহরের অলিগলি ঘুরতে ঘুরতে হবে।

+
title=

#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলা মানেই ইতিহাস। ইতিহাস কে জানতে মুর্শিদাবাদ শহরের অলিগলি ঘুরতে ঘুরতে হবে। জানা যাবে অজানা ইতিহাসের কাহিনী। তবে এবার প্রথম পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে হীরাঝিল। একদা মুর্শিদাবাদ জেলার নবাব সিরাজদৌলার ভগ্নপ্রায় মনসুরগঞ্জ প্রাসাদ বা হীরাঝিল প্রাসাদ ।যা আজকে ধ্বংস। সেই ধ্বংস স্তপে ভাগীরথী নদীর তীরে পর্যটকদের আকর্ষণ গড়ে তুলেছেন কয়েকজন। আর তার জন্যই ইতিহাস কে স্বাক্ষী করে নিতে পিকনিকের শীতের আনন্দ উপভোগ করতে কাটিয়ে আসা যাবে একদিন।
জানা যায়, ভেঙে পড়েছিল কয়েকশো বছর আগেই। তার পর ভাগীরথীর গ্রাসে চলে যায় কিছু অংশ। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার সাধের সেই হীরাঝিল প্রাসাদের শেষটুকু টিকিয়ে রাখতে এ বার পথে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। সেই আন্দোলনের সঙ্গী হয়েছেন সমর্পিতা দত্ত এবং নিহত নবাবের বাংলাদেশবাসী বংশধরেরা।
advertisement
advertisement
তবে নবাবি আমলে এই মুর্শিদাবাদই ছিল বাংলা-বিহার-ওড়িশার রাজধানী। এখনও ফি বছর মুর্শিদাবাদ জেলায় কয়েক লক্ষ পর্যটক আসেন সিরাজের স্মৃতির খোঁজে। জানতে চান, আলিবর্দী-দৌহিত্রের শাসনকাল আর মর্মান্তিক পরিণতির কথা। অথচ সেই পর্যটকদের অনেকেই মুর্শিদাবাদ ভ্রমণে এসে হতাশ হয়ে ফিরে যান। কারণ, পলাশির যুদ্ধের পর বাংলার মসনদে বসা বিশ্বাসঘাতক উত্তরসূরিদের অবহেলার কারণে সিরাজের অনেক স্মৃতিই উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। সেই তালিকাতেই রয়েছে হীরাঝিল।
advertisement
তাই হীরাঝিল প্রাসাদকে পর্যটকদের কাছে আকর্ষণীয় গড়ে তুলতে এলাকার বাসিন্দারা উদ্যোগ গ্রহণ করেছেন গত এক বছর আগে। আর এই বছর উদ্যোগ গ্রহণ করা হয়েছে পিকনিক গড়ার জন্য। পর্যটকদের জন্য পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে হিরাঝিল ।যা চলছে জোর কদমে পরিস্কার। শীতের মরশুমে আসুক পর্যটকরা, এবং ইতিহাসের সঙ্গী করে বাচুক হীরাঝিল প্রাসাদ। চাইছেন হিরাঝিল বাঁচাও আন্দোলনকারীরা।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Picnic: পিকনিকের নতুন ঠিকানা হীরাঝিল প্রাসাদ! ঘুরে আসুন নতুন বছরে
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement