গত বছর থেকেই সদর শহরের সার্কিট হাউসের সামনে বিসর্জনের কার্নিভাল শুরু হয়েছে তবে এই বছর বোলপুরে কার্নিভালের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের প্রভাত সরণি থেকে বোলপুরে প্রতিমা নিরঞ্জনের পথে যাবে। বোলপুরে এবছর কার্নিভাল ঘিরে রয়েছে আলাদা উন্মাদনা। এর কারণ কয়েকদিন আগেই শান্তিনিকেতনকে ইউনেস্কো বিশেষ সম্মানে ভূষিত করেছে।
আরও পড়ুন: ১ কোটি টাকায় ভোল বদল বোলপুর স্টেশনের, দেখতে কেমন হবে?
advertisement
বোলপুরের কার্নিভালের বিষয়ে তত্ত্বাবধান করছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি বলেন এবার তাদের দ্বিগুণ আনন্দ শান্তিনিকেতন ও দুর্গাপুজো শহর বোলপুরকে গর্বিত করেছে। আমরা বিসর্জনের কার্নিভালে রবীন্দ্রনাথ ঠাকুরকেও সম্মান জানানোর পরিকল্পনা করছি। প্রশাসন সূত্রে জানা গেছে এবছর কার্নিভালে শহরের কুড়িটি প্রতিমা অংশগ্রহণ করবে সঙ্গে থাকবে এলাকার লোকশিল্পীরা। অন্যদিকে এবছর সিউড়িতে সার্কিট হাউসের মোড়ে পৌরসভার উদ্যোগে রাস্তা জুড়ে দেওয়া হচ্ছে আলপনা। সিউড়ি পৌরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন কার্নিভালের রাস্তায় আলপনা দিতে শহরে কুড়িজন শিল্পী স্বেচ্ছায় রাজি হয়েছেন আমরা তাই তাদের নিয়ে নতুন করে সাজাচ্ছি।
আরও পড়ুন: ভূতন পিসির রান্নাঘর! নাম শুনেছেন? বাংলাজুড়ে পরিচিতি এখন, কারণ শুনলে মুগ্ধ হবেন
এ বছর সিউড়ির কার্নিভালে সিউড়ির বাইরে দুবরাজপুর থেকে ডিএসএ তাদের প্রতিমা ও লোকজন নিয়ে কার্নিভালে অংশ নিতে সিউড়ি আসছেন।সিউড়ির কার্নিভাল এ ১৬ টি প্রতিমা অংশ নেবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে কার্নিভালকে রঙিন করতে তথ্য দফতরের নথিভুক্ত লোকশিল্পীদের বিভিন্ন দল আজ শোভাযাত্রায় হাজির থাকবে।
সৌভিক রায়