Tarapith Food Shop: ভূতন পিসির রান্নাঘর! নাম শুনেছেন? বাংলাজুড়ে পরিচিতি এখন, কারণ শুনলে মুগ্ধ হবেন

Last Updated:

Tarapith Food Shop: মাত্র ৩০ টাকার বিনিময়ে আপনি পেট ভরে সবজি-ভাত খেতে পারবেন তারাপীঠে।

+
title=

বীরভূম: বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেকদিন মা তারার দর্শনের জন্য হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করেন তারাপীঠ মন্দির চত্বরে। বীরভূমের রামপুরহাট স্টেশনে নেমে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত তারাপীঠ মন্দির।
তারাপীঠে যে শুধুমাত্র তারা মায়ের দর্শন হয় সেটা নয়। এছাড়াও রয়েছে বীরচন্দ্রপুর এবং সাধক বামাক্ষ্যাপার জন্ম ভিটে আটলা গ্রাম। যেহেতু জনপ্রিয় তীর্থস্থান তারাপীঠ প্রত্যেকদিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। সেই কারণে অনেক ভক্ত মনে করেন যে, তারাপীঠ আসলে একদিকে যখন হোটেল ভাড়ার খরচা তেমনই রয়েছে খাবারের খরচা। কিন্তু তা একেবারেই নয়, মাত্র ৩০ টাকার বিনিময়ে আপনি পেট ভরে সবজি-ভাত খেতে পারবেন তারাপীঠে।
advertisement
আরও পড়ুন: এখন কেমন আছেন, নিজের শরীর নিয়ে বড় খবর দিলেন খোদ মমতা! বাড়ি থেকেই সারছেন কাজ
তারাপীঠ থানার সামনে এবং তারাপীঠ টিকিট কাউন্টারের ঠিক পিছনে অবস্থিত ভূতন পিসির রান্নাঘর। সেখানে মাত্র ৩০ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন ভাত, ডাল, দুই রকমের সবজি এবং চাটনি তাও আবার পেট ভরে। যদি আপনি তার সঙ্গে ডিম খেতে চান আপনাকে দিতে হবে ৪০ টাকা এবং মাছ খেতে চাইলে দিতে হবে মাত্র ৫০ টাকা। তিনি জানান, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তিনি সাধারণ মানুষকে ৩০ টাকার বিনিময়ে পেট ভর্তি খাবার খাইয়ে আসছেন। সকাল ছ’টা থেকে দুপুর দুটো অবধি তার এই রান্নাঘর খোলা থাকে।
advertisement
advertisement
শুধু ৩০ টাকায় সবজি ভাত খাওয়াচ্ছেন সেটা নয় কেউ যদি তার কাছে অর্ডার দিয়ে কোনও রান্না করাতে চান তিনি সেটাও করে দিচ্ছেন সকলের জন্য। তারাপীঠে আগত এক দর্শনার্থী দীনেশ মিত্র আমাদের জানান তিনি প্রত্যেক বছর প্রায় ১৫ থেকে ২০ বার তারাপীঠ আসেন আর তারা মায়ের পুজো দেয়ার পর তিনি এই রান্নাঘরের খাবার খেয়ে তারপরে ফিরে যান নিজের বাড়ি।স্বল্প মূল্যের পেট ভরে খাবার হলেও স্বাদে কিন্তু সেই খাবার অতুলনীয়।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/ফুড/
Tarapith Food Shop: ভূতন পিসির রান্নাঘর! নাম শুনেছেন? বাংলাজুড়ে পরিচিতি এখন, কারণ শুনলে মুগ্ধ হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement