এছাড়াও রাজনীতিতেও তিনি ছিলেন একজন সুদক্ষ রাজনীতিক। ১৯৮৪ সালে তিনি জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে বোলপুর বিধানসভার বিধায়ক হয়েছিলেন। পরে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হলে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির পদও পেয়েছিলেন। তিনি তার জীবনে নানা পরিষেবা দেওয়ার জন্য ভারত সরকারের তরফ থেকে পেয়েছিলেন পদ্মশ্রী সম্মান।
আরও পড়ুনঃ প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত এক টাকার চিকিৎসক সুশোভন ব্যানার্জি
advertisement
এই সনামধন্য চিকিৎসকের প্রয়াণের পর বুধবার রাতে তার মরদেহ আনা হয় বোলপুরে। বোলপুরে তার মরদেহ আসতেই চোখের জলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে কাতারে কাতারে ভিড় জমতে শুরু করে। যেখানে আসতে দেখা যায় অনুব্রত মণ্ডল সহ অন্যান্যদের। অন্যদিকে বুধবার সকালে তার মরদেহ আনা হয় বিশ্বভারতীর উপাসনা গৃহে।
আরও পড়ুনঃ অভাবনীয়! ১০ বছর আগে চুরি যাওয়া মোটরবাইক ফিরে পেলেন মালিক
সেখানে বিশ্বভারতীর উপাচার্য এবং অধ্যাপক অধ্যাপিকারা ও পড়ুয়ারা তাকে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান এবং চোখের জলে বিদায় জানান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এর পাশাপাশি তার নিথর দেহ বোলপুর শহর ঘোরানো হয়। পরে কঙ্কালীতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
Madhab Das