পাইকর থানার বিলাসপুর ও মাঠবসরী গ্রামের মধ্যবর্তী একটি বড় মাঠ আছে। তার পাশ দিয়ে চলে গিয়েছে সেচ খাল। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ ওই খালের পাশ থেকেই কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। গ্রামবাসীরা তৎক্ষণাৎ ছুটে গিয়ে দেখেন গলাকাটা অবস্থায় এক মহিলার দেহ পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। পাশে বসে কাঁদছে এক শিশু।
advertisement
আরও পড়ুন: বসন্তেই কাবু হবে সংক্রমণ, কমবে শিশুদের শ্বাসকষ্ট! দোল আসতেই আশায় স্বাস্থ্য দফতর, জারি বিবৃতি
গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁরা হঠাৎই এক তীব্র চিৎকার শুনতে পান। তারপরই ছুটে গিয়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখেন। সঙ্গে সঙ্গে ফোন করে খবর দেওয়া হয় পাইকর থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্র। তিনি জানান, সম্ভবত ওই মহিলাকে গলা কেটে খুন করা হয়েছে। তবে পরিচয় জানা যায়নি। পুলিশ মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। সেই সঙ্গে শিশুটিকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে। কীভাবে ঘটনা ঘটল তা জানার জন্য গ্রামবাসীদের সাহায্য নেওয়া হচ্ছে। পুলিশের অনুমান, মৃত মহিলার পাশে বসে যে শিশুটি কাঁদছিল সে তাঁর সন্তান হয়। অজ্ঞাত পরিচয় কাউকে ওই এলাকায় ঘুরতে দেখা গিয়েছে কিনা সেই খোঁজ নিচ্ছেন তদন্তকারী অফিসার।
অক্ষয় ধীবর