অন্যদিকে সম্প্রতি কয়েকদিন ধরেই রাজ্যের পাশাপাশি বীরভূমেও করোনা সংক্রমণের মাত্রা বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতির দিকে তাকিয়ে মন্দির কমিটির সদস্যরা আগামী সপ্তাহের সোমবার থেকে আগত পুণ্যার্থীদের ফেস মাস্ক পরা থেকে শুরু করে স্যানিটাইজার ব্যবহার করা অথবা অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে পারেন বলে জানিয়েছেন।
আরও পড়ুনঃ নিখোঁজ থাকার পর প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
advertisement
এই সতর্কতা অবলম্বন করার কারণ করোনা গ্রাফ বৃদ্ধি পাওয়া। তবে মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে পুণ্যার্থীরা খুব সুষ্ঠুভাবেই বাবা শিবের মাথায় জল ঢালার সুযোগ পাচ্ছেন। শৃঙ্খলভাবে তারা একে একে মন্দিরে প্রবেশ করছেন এবং জল ঢেলে বাইরে আসছেন।
আরও পড়ুনঃ একেই বলে সুযোগের সদ্ব্যবহার! মালকিনের এটিএম কার্ড পেয়ে যা করল এক ব্যক্তি...
পাশাপাশি পুণ্যার্থীদের তরফ থেকেও জানানো হয়েছে, দূর দূরান্ত থেকে তারা আসছেন এবং সুষ্ঠুভাবেই বাবা শিবের মাথায় জল ঢালার সুযোগ পাচ্ছেন।
Madhab Das