অভিযুক্তের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় জানান, “২০২২ সালে দুবরাজপুর থানায় ব্যোমকেশ চক্রবর্তী নামে এক ৮৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে পকসো মামলায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি । ওই ব্যক্তির অভিযোগ ছিল, ওই বৃদ্ধ তাঁর নাবালিকা কন্যাকে যৌন নিগ্রহ করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই সিউড়ির বিশেষ পকসো আদালতে এই মামলাটি চলছিল। মামলা চলাকালীন ২০২২ সালের ৩১ জুলাই থেকে ওই বৃদ্ধ সিউড়ি জেলা সংশোধনাগারেই ছিলেন। সমস্ত সাক্ষ্যপ্রমাণ বিচার করে বিচারক আসামী ব্যোমকেশ চক্রবর্তীকে বেকসুর খালাস করেন।
advertisement
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে ঝগড়া চলায় এ কী করলেন প্রেমিকা! ১৯ বছরের মেয়ের পরিণতিতে চাঞ্চল্য এলাকায়
আরও পড়ুন: আগরতলা-কলকাতার যাতায়াতে সময় কমে ১০ ঘণ্টা! রেল মন্ত্রকের বিশেষ উদ্যোগে চমক
একইসঙ্গে ওই ব্যক্তি মিথ্যা অভিযোগ দায়ের করায় তাঁর ছ’মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডেরও রায় দেন বিচারক। এর পাশাপাশি মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য ক্ষতিপুরনের নির্দেশ দিয়েছে আদালত। অনাদায়ে আরও এক মাস জেল হেফাজতের নির্দেশ।
সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় বলেন , “২০২২ সালে দুবরাজপুর থানায় ব্যোমকেশ চক্রবর্তী নামে এক ৮৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে পকসো মামলায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল , ওই বৃদ্ধ তাঁর নাবালিকা কন্যাকে যৌন নিগ্রহ করেছে । এরপর থেকে সিউড়ির বিশেষ পকসো আদালতে এই মামলাটি চলছিল । মামলা চলাকালীন ২০২২ সালের ৩১ জুলাই থেকে ওই বৃদ্ধ সিউড়ি জেলা সংশোধনাগারেই ছিলেন । সমস্ত সাক্ষ্যপ্রমাণ বিচার করে বিচারক আসামী ব্যোমকেশ চক্রবর্তীকে বেকসুর খালাস করেন । এই ঘটনার পরিপেক্ষিতে আগামীদিনে সকলে এমন মিথ্যা অভিযোগ করা থেকে বিরত থাকবে।”
সুপ্রতিম দাস