Siliguri News: প্রেমিকের সঙ্গে ঝগড়া চলায় এ কী করলেন প্রেমিকা! ১৯ বছরের মেয়ের পরিণতিতে চাঞ্চল্য এলাকায়

Last Updated:

Siliguri News: শুক্রবার সকালে পরিবারের সদস্যরা কাজে বেরিয়ে গেলে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন যুবতী। বাড়ি ফিরে মেয়েকে ডাকাডাকি করলে সাড়া না মেলায় দরজা ভেঙে যুবতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে আত্মঘাতী প্রেমিকা
প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে আত্মঘাতী প্রেমিকা
শিলিগুড়ি: প্রেমিকের সঙ্গে বিবাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রেমিকা। শুক্রবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রামে। জানা গিয়েছে, আশিঘর সংলগ্ন হাতিয়াডাঙার বাসিন্দা চন্দ্র সাহার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ডাবগ্রামের বাসিন্দা তনুশ্রী রায় (১৯) ওরফে দিয়ার।
পরিবারের তরফে তা মেনেও নেওয়া হয়। তবে বেশ কিছু দিন ধরে দু’জনের মধ্যে বিবাদ চলছিল। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা কাজে বেরিয়ে গেলে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন যুবতী। বাড়ি ফিরে মেয়েকে ডাকাডাকি করলে সাড়া না মেলায় দরজা ভেঙে যুবতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
ঘটনার পর খবর দেওয়া হয় এলাকার কাউন্সিলর ও শিলিগুড়ি থানায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবতীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
মৃতার মা বলেন, “দু’দিন ধরে দু’জনের মধ্যে ঝগড়া চলছিল। আমি মেয়েকে সবই বুঝিয়ে ছিলাম যে অন্য ছেলে দেখে তার সঙ্গে বিয়ে দেব। কথাও হয়েছিল। তারপর সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎ করেই কী হল বুঝতে পারছি না। আমরা সবাই কাজে চলে গিয়েছিলাম। বাড়ি ফিরে এসে দেখি মেয়ে নেই! আমরা অবিলম্বে অভিযুক্তের সাজা চাই।”
advertisement
স্থানীয় বাসিন্দা অমল বিশ্বাস বলেন. ”খুব ভাল মেয়ে ছিল দিয়া। এরকম কাণ্ড করবে তা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। খুবই দুঃখজনক ঘটনা এটি।”
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: প্রেমিকের সঙ্গে ঝগড়া চলায় এ কী করলেন প্রেমিকা! ১৯ বছরের মেয়ের পরিণতিতে চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement