টানা নয় দিনের জন্য এমন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে নানুরের পাপুরি গ্রামে। পাপুরির হাই মাদ্রাসা স্কুলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে প্রতিদিন রক্তদাতাদের রক্ত সংগ্রহ করে ভ্রাম্যমাণ বাতানুকূল একটি বাস সেই রক্ত প্রয়োজন অনুযায়ী বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিচ্ছে। উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, এলাকার বাসিন্দারা ছাড়াও পার্শ্ববর্তী এলাকার যুবক-যুবতীরাও এই রক্তদান শিবিরে রক্ত দান করে যাচ্ছেন।
advertisement
আরও পড়ুন : শহরে বাচ্চাদের চোখে ছানির সমস্যা বাড়ছে, রোগের কারণ জানিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা
এমনকি ভ্রাতৃদ্বিতীয়ার দিনেও এখানে যেমন গণ ভাইফোঁটার আয়োজন করা হয় এবং সেই গণভাইফোঁটার আয়োজন শেষে বহু যুবক-যুবতীদের এই রক্তদান শিবিরে রক্তদান করতে দেখা যায়। তাদের এই প্রচেষ্টায় বিভিন্ন হাসপাতালে যে রক্ত সংকট দেখা দিয়েছে তা দূর হবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন : জলকাদা পেরিয়েই যাতায়াত স্কুলছাত্রীদের, বেহাল রাস্তা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা
কারণ উদ্যোক্তাদের মধ্যে অন্যতম কাজল শেখ জানিয়েছেন, " হাসপাতালগুলিতে যত ইউনিট রক্তের প্রয়োজন তত পরিমাণ ইউনিট সংগ্রহ করে যথাসাধ্য ভাবে রক্তের সংকট মেটানোর চেষ্টা করা হচ্ছে। এই রক্তদান শিবিরের আয়োজনের ক্ষেত্রে স্থানীয় যুবক-যুবতীরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ঠিক তেমনই বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের তরফ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।" এই রক্তদান শিবির শুরু হয়েছে গত ২৩ অক্টোবর এবং তা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।