শহরে বাচ্চাদের চোখে ছানির সমস্যা বাড়ছে, রোগের কারণ জানিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Paediatric Cataract: আশ্চর্যজনকভাবে শহরাঞ্চলে আগের তুলনায় এই সমস্যা অর্থাৎ নবজাতকদের মধ্যে ছানির সমস্যা বাড়ছে৷
চল্লিশ পেরলেই চালশে নয়৷ তার বহু আগে শৈশবেই ছানি পড়তে পারে চোখে৷ পরিসংখ্যান বলছে ভারতে প্রতি ১০ হাজার শিশুর মধ্যে ৬ জন ছানি নিয়েই জন্মায়৷ শিশুদের অন্ধত্বের ১০ শতাংশ ক্ষেত্রে কারণ ছানির সমস্যা৷ চিকিৎসকদের মতে নানা কারণে শৈশবে ছানি পড়তে পারে ৷ হায়দরাবাদের চক্ষু বিশেষজ্ঞ সত্য প্রসাদ বাল্কির মতে, সদ্যোজাতর চোখে ছানি পড়ার অন্যতম কারণ ডাউন সিন্ড্রোম৷ তিনি জানান, গত এক দশকে গ্রামাঞ্চলে এই সমস্যা কমেছে অনেকটাই৷ প্রসূতির যত্ন, প্রসবকালীন সচেতনতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পাল্টেছে তুলনামূলকভাবে৷ তবে আশ্চর্যজনকভাবে শহরাঞ্চলে আগের তুলনায় এই সমস্যা অর্থাৎ নবজাতকদের মধ্যে ছানির সমস্যা বাড়ছে৷ এর কারণ হিসেবে চক্ষুরোগ বিশেষজ্ঞ বাল্কি নানা কারণ তুলে ধরেছেন৷ সেগুলির মধ্যে আছে স্টেরয়েড গ্রহণ, জিনগত সমস্যা, মেটাবলিক ডিসঅর্ডার এবং নির্দিষ্ট সময়ের আগেই সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়া বা প্রিম্যাচিওর বার্থ৷
৫ বছর আগেও শহরে প্রতি বছর তিনি ৬ থেকে ৭ ক্ষেত্রে দেখতেন শৈশবে ছানি পড়ার সমস্যা৷ এখন সেটা বেড়ে হয়েছে ১০ থেকে ১৫ টা৷ সংখ্যাটা ভীতিজনক না হলেও চিকিৎসক বাল্কি মনে করেন শিশুদের ভবিষ্যতের কথা ভেবে শৈশবে ছানির সমস্যা রোধ করার জন্য সচেতনতা প্রসার দরকার৷ ফরিদাবাদের চিকিৎসক অমৃতা কপূর চতুর্বেদীর কথায়, ‘‘প্রতি বছর বিশ্বে ২ লক্ষ শিশু অন্ধত্বের শিকার হয়৷ ২০ হাজার থেকে ৪০ হাজার শিশুর জন্ম হয় চোখে ছানির সমস্যা নিয়েই৷’’
advertisement
আরও পড়ুন : ফেলে না দিয়ে গাজরের খোসা ব্যবহার করুন রান্নায়, উপকারিতা পান রাতারাতি
বাচ্চাদের চোখে ছানি পড়ার একাধিক কারণ বলেছেন চিকিৎসকরা৷ দেখে নেওয়া যাক সেগুলি কী কী
advertisement
# পরিবারে যদি শৈশবে ছানির সমস্যা থাকে, তাহলে আশঙ্কা বেশি হয়৷ কারণ এই সমস্যায় ফ্যামিলি হিস্ট্রি সক্রিয় ভূমিকা নেয়৷
advertisement
# অন্তঃসত্ত্বা অবস্থায় মা যদি জটিল ও সংক্রামক রোগে আক্রান্ত হন, তাহলে গর্ভস্থ শিশুর চোখে ছানি পড়তে পারে
# অন্তঃসত্ত্বা পর্বে স্টেরয়েড নিলেও গর্ভস্থ শিশুর এই সমস্যা দেখা দিতে পারে৷ এছাড়াও স্টেরয়েড অ্যাবিউজ, ট্রমা, কনজেনিটাল গ্লকোমা, রেটিনাল সার্জারিও এই শারীরিক সমস্যার কারণ হয়ে দেখা দিতে পারে
# জন্মের পরও ছানিতে আক্রান্ত হতে পারে শিশু৷ চোখে আঘাত, অপুষ্টি, রাসায়নিকের প্রভাব বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও বাচ্চার চোখ ছানির শিকার হতে পারে
advertisement
অসুখ ধরা পড়ার পর বাচ্চার স্বাস্থ্য, সমস্যার গভীরতা, চোখের অবস্থা বিচার করেই চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ তবে তাঁরা বার বার গুরুত্ব দিয়েছেন রোগ চিহ্নিত করার উপরে৷ তাঁদের মতে, বাচ্চা অনেক সময়েই বুঝতে পারে না য়ে দৃষ্টিশক্তির সমস্যা হচ্ছে৷ সেক্ষেত্রে সতর্ক হতে হবে বাবা মাকে৷ স্কুলশিক্ষিকাকেও খেয়াল রাখতে হবে তাঁর ক্লাসের পড়ুয়ারা দূর থেকে ব্ল্যাকবোর্ড বা দেওয়ালে টাঙানো চার্ট ইত্যাদি দেখতে পাচ্ছে কিনা৷ কোনও পড়ুয়ার সমস্যা আছে বুঝতে পারলে জানাতে হবে তার বাবা মাকে৷ প্রতি বছর নিয়ম করে বাচ্চার চোখ পরীক্ষা করানোর উপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা৷ তাঁদের মতে, এই সমস্যা যত তাড়াতাড়ি ধরা পড়ে, ততই ভাল৷ দেরি হলেই বাড়বে জটিলতা৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 4:59 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শহরে বাচ্চাদের চোখে ছানির সমস্যা বাড়ছে, রোগের কারণ জানিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা