দুয়ারে সরকার নিয়ে আজ বিকেলে জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যসচিব, বাড়ছে জল্পনা

Last Updated:

Duare Sarkar : বিকেল সাড়ে চারটে থেকে জেলাশাসকদের ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে

এদিনের বৈঠকে পঞ্চম বারের দুয়ারে সরকার নিয়ে বিশেষ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যসচিব, বলে মনে করা হচ্ছে
এদিনের বৈঠকে পঞ্চম বারের দুয়ারে সরকার নিয়ে বিশেষ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যসচিব, বলে মনে করা হচ্ছে
কলকাতা : শনিবার বিকেলেই জেলাশাসকদের নিয়ে বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যসচিব। বিকেল সাড়ে চারটে থেকে দুয়ারে সরকার নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। শুক্রবারই দুয়ারে সরকার প্রকল্পের আরও দুটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে, তার নির্দেশিকা দিয়ে জানিয়েছেন নবান্ন। জমির পাট্টা দেওয়ার আবেদনপত্র এবং নতুন বিদ্যুতের সংযোগ ও বিদ্যুতের বকেয়া বিল মেটানো। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই দুই প্রকল্প এরও  সুবিধা উপভোক্তা পাবেন। মোট ২৭ টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। এদিনের বৈঠকে পঞ্চম বারের দুয়ারে সরকার নিয়ে বিশেষ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যসচিব, বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যে নবান্নের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে এ বারের দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে ২৫ টি প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছিল। আগামী ১ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প করা হবে। ৩১ ডিসেম্বর এর মধ্যে সব আবেদনপত্রের নিষ্পত্তিও করে দেওয়া হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য। সেই দুয়ারে সরকার ক্যাম্প গুলির মাধ্যমে এবার একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
advertisement
advertisement
নবান্নের তরফে জানানো হয়েছে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী,জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তফশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকিং সংক্রান্ত তথ্য, আঁধার সংক্রান্ত তথ্য, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণী সম্পদ দফতরের কিষাণ ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর গুলির ক্রেডিট লিংক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন। এই ২৫ দফা সুবিধা পাওয়া যাবে এবারের দুয়ারে সরকার ক্যাম্প গুলির মাধ্যমে। এমনটাই নির্দেশিকা জারি করেছে নবান্ন। প্রায় ৫ কোটি ৬০ লক্ষ মানুষকে দুয়ারে সরকার ক্যাম্প গুলির মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে রাজ্যজুড়ে বলে দাবি করেছে নবান্নের শীর্ষ মহল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দুয়ারে সরকার নিয়ে আজ বিকেলে জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যসচিব, বাড়ছে জল্পনা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement