ভাইরাল ভিডিওতে ১০ ডাউনিং স্ট্রিটে আসার আমন্ত্রণ! ঋষি সুনকের বিজয় মামার খোঁজে উত্তাল নেটদুনিয়া
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Rishi Sunak : সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে সঞ্জয়কে৷ সেখানে তিনি তাঁর মামাকে বলছেন ভিডিওতে বিশেষ কেউ একজন তাঁর সঙ্গে কথা বলবেন
সেলেব্রিটি শেফ সঞ্জয় রানার ভিডিও এখন ভাইরাল৷ সেখানে তাঁর পাশে দাঁড়িয়ে স্বয়ং ঋষি সুনক৷ সদ্য নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবশ্য প্রথমে দেখাই যাচ্ছে না৷ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে সঞ্জয়কে৷ সেখানে তিনি তাঁর মামাকে বলছেন ভিডিওতে বিশেষ কেউ একজন তাঁর সঙ্গে কথা বলবেন৷
তার পর ক্যামেরা ঘোরাতেই দেখা গেল সঞ্জয়ের পাশে দাঁড়িয়ে আছেন ঋষি সুনক৷ তিনি বলছেন, ‘‘বিজয় মামা, তুমি কেমন আছো? তার পর তিনি বিজয় মামাকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আসার আমন্ত্রণ জানান৷ বলেন ‘‘আশা করছি তুমি এখানে এলে আমাদের দেখা হবে৷ য়খন তুমি এখানে আসবে তোমার ভাগ্নে সঞ্জয়কে বোলো ডাউনিং স্ট্রিটে নিয়ে আসতে ভাল থাকো৷’’
advertisement
ভিডিওটি পোস্ট করার সময় সঞ্জয় রসিকতা করে লিখেছেন এ বার আর ভিসা নিয়ে কোনও সমস্যাই হবে না৷ নিমেষে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে নেটিজেনদের প্রশ্ন, কে এই বিজয়মামা? এক জন ট্যুইটারেত্তির রসিক ইঙ্গিত অমিতাভ বচ্চনের দিকে৷ কারণ বহু ছবিতে তাঁর নাম ‘বিজয়’৷ তবে রসিকতা, মজা ছাপিয়ে নেটিজেনরা মুগ্ধ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিনয়ী আচরণে৷ তা সত্ত্বেও কোনও কোনও নেটিজেনের ধারণা, এই ভিডিওতে সঞ্জয় কার্যত সকলকে বোকা বানিয়েছেন৷
advertisement
advertisement
Visa on arrival ab pakka 😊😊#RishiSunak pic.twitter.com/imSIhuEgKB
— Sanjay Raina (@sanjayraina) October 27, 2022
advertisement
প্রসঙ্গত সম্প্রতি প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন ঋষি সুনক৷ ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্রিটেন-ভারত মসৃণ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনাও করেছেন তিনি৷ এর পর মোদি ট্যুইটে জানান নব নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি খুশি৷ দু’ দেশের মধ্যে নীতিগত সমঝোতা মজবুত করার লক্ষ্যে ভবিষ্যতে তাঁরা একসঙ্গে কাজ করবেন বলেও জানান৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 9:13 AM IST