ভাইরাল ভিডিওতে ১০ ডাউনিং স্ট্রিটে আসার আমন্ত্রণ! ঋষি সুনকের বিজয় মামার খোঁজে উত্তাল নেটদুনিয়া

Last Updated:

Rishi Sunak : সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে সঞ্জয়কে৷ সেখানে তিনি তাঁর মামাকে বলছেন ভিডিওতে বিশেষ কেউ একজন তাঁর সঙ্গে কথা বলবেন

ঋষি সুনক
ঋষি সুনক
সেলেব্রিটি শেফ সঞ্জয় রানার ভিডিও এখন ভাইরাল৷ সেখানে তাঁর পাশে দাঁড়িয়ে স্বয়ং ঋষি সুনক৷ সদ্য নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবশ্য প্রথমে দেখাই যাচ্ছে না৷ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে সঞ্জয়কে৷ সেখানে তিনি তাঁর মামাকে বলছেন ভিডিওতে বিশেষ কেউ একজন তাঁর সঙ্গে কথা বলবেন৷
তার পর ক্যামেরা ঘোরাতেই দেখা গেল সঞ্জয়ের পাশে দাঁড়িয়ে আছেন ঋষি সুনক৷ তিনি বলছেন, ‘‘বিজয় মামা, তুমি কেমন আছো? তার পর তিনি বিজয় মামাকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আসার আমন্ত্রণ জানান৷ বলেন ‘‘আশা করছি তুমি এখানে এলে আমাদের দেখা হবে৷ য়খন তুমি এখানে আসবে তোমার ভাগ্নে সঞ্জয়কে বোলো ডাউনিং স্ট্রিটে নিয়ে আসতে ভাল থাকো৷’’
advertisement
ভিডিওটি পোস্ট করার সময় সঞ্জয় রসিকতা করে লিখেছেন এ বার আর ভিসা নিয়ে কোনও সমস্যাই হবে না৷ নিমেষে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে নেটিজেনদের প্রশ্ন, কে এই বিজয়মামা? এক জন ট্যুইটারেত্তির রসিক ইঙ্গিত অমিতাভ বচ্চনের দিকে৷ কারণ বহু ছবিতে তাঁর নাম ‘বিজয়’৷ তবে রসিকতা, মজা ছাপিয়ে নেটিজেনরা মুগ্ধ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিনয়ী আচরণে৷ তা সত্ত্বেও কোনও কোনও নেটিজেনের ধারণা, এই ভিডিওতে সঞ্জয় কার্যত সকলকে বোকা বানিয়েছেন৷
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত সম্প্রতি প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন ঋষি সুনক৷ ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্রিটেন-ভারত মসৃণ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনাও করেছেন তিনি৷ এর পর মোদি ট্যুইটে জানান নব নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি খুশি৷ দু’ দেশের মধ্যে নীতিগত সমঝোতা মজবুত করার লক্ষ্যে ভবিষ্যতে তাঁরা একসঙ্গে কাজ করবেন বলেও জানান৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভাইরাল ভিডিওতে ১০ ডাউনিং স্ট্রিটে আসার আমন্ত্রণ! ঋষি সুনকের বিজয় মামার খোঁজে উত্তাল নেটদুনিয়া
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement