ভারতের গর্ব প্রজ্জ্বল, সুনকের কোর কমিটিতে জায়গা করে নিল বিহারের ছেলে

Last Updated:

দেশের মুখ উজ্জ্বল করলেন আরও একজন ভারতীয়।

#লন্ডন: ব্রিটেনের শাসনভার গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক । ভারতের জন্য তা অত্যন্ত গর্বের বিষয়। কারণ প্রায় ২০০ বছর ধরে এই দেশের মাটিতেই দাপিয়ে বেড়িয়েছিল ব্রিটিশরা।  কিন্তু শুধু ঋষি সুনকই নয় । দেশের মুখ উজ্জ্বল করলেন আরও একজন ভারতীয় । সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে নিজের কোর কমিটির নাম ঘোষণা করেছেন ঋষি সুনক । সেই কোর কমিটিতে জায়গা করে নিয়েছেন ঝাড়খণ্ডের যুবক প্রজ্জ্বল পাণ্ডে ।
কর্মসূত্রে প্রজ্জ্বলের পরিবার ঝাড়খণ্ডে থাকলেও তাঁর আদি বাড়ি বিহারের জামাপুরে। মাত্র ১৯ বছর বয়সেই অসাধ্য সাধন করেছেন এই যুবক ।  সুনকের প্রচার দলে ৩০ জন সদস্য আছে । যার মধ্যেই জায়গা করে নিয়েছেন প্রজ্জ্বল । ২০২২ সালের অগাস্ট মাসে প্রধানমন্ত্রী পদের জন্য দাঁড়ায় ঋষি সুনক । তখনই প্রজ্জ্বলকে তাঁর প্রচার দলে অন্তর্ভুক্ত করা হয় । মাত্র ১৬ বছর বয়সেই ব্রিটেনের রাজনীতিতে যোগ দেন প্রজ্জ্বল ।
advertisement
advertisement
ব্রিটেনের কনজারভেটিভ পার্টিতে যোগ দেওয়ার মাধ্যমেই রাজনীতিতে হাতে খড়ি হয় প্রজ্জ্বলের । এর আগে, তিনি ২০১৯ সালে ইউকে ইয়ুথ পার্লামেন্টের নির্বাচিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন । শুধু এতেই শেষ নয়, যুব সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো যুক্তরাজ্যের সংসদে ভাষণও দেন সিন্দ্রির এই যুবক ।
advertisement
প্রজ্জ্বলের বোন প্রাঞ্জল পাণ্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস করছেন ।পড়াশোনায় চিরকালই ভাল ছিলেন প্রজ্জ্বল।বাগিশ দত্ত পাণ্ডের নাতি ও রাজেশ পাণ্ডের ছেলে প্রজ্জ্বল ।বাগিশ দত্ত পাণ্ডে ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও প্রজ্জ্বলের পিতা রাজেশ পাণ্ডে ব্রিটেনের একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ।
advertisement
তাঁর মা মনীষা একজন শিক্ষিকা। প্রজ্জ্বলের পড়াশোনা ব্রিটেনেই । সপরিবারে ব্রিটেনে থাকলেও প্রজ্জ্বলের শিকড় এখনও ঝাড়খণ্ডের সিন্দ্রিতেই । তবে এত উন্নতির পরেও আত্মীয়দের মতে আজও 'মাটির মানুষ' প্রজ্জ্বল । 'অভাবনীয় তাঁর সরলতা' । মোট কথা বিহারের এই ছেলের সাফল্যে গর্বিত সম্পূর্ণ ভারতবাসী।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারতের গর্ব প্রজ্জ্বল, সুনকের কোর কমিটিতে জায়গা করে নিল বিহারের ছেলে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement