‘যথেষ্ট হয়েছে! এই গ্রামে আর একটি বিয়েও নয়!’, নোটিস দিলেন গ্রামবাসীরা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Wedding Party: সেখানে তাঁরা দাবি তুললেন তাঁদের গ্রামে আর একটি বিয়েও দেওয়া যাবে না৷
বিয়ের বিরুদ্ধে খড়্গহস্ত গ্রামবাসীরা৷ পড়ল রীতিমতো নোটিস৷ সেখানে তাঁরা দাবি তুললেন তাঁদের গ্রামে আর একটি বিয়েও দেওয়া যাবে না৷ এই ছবি ইংল্যান্ডের উত্তর নরফোকের অক্সনিড হল এস্টেটের৷ বিত্তবানদের বিলাসবহুল বিয়ে, পার্টি, ছুটির অবসর হিসেবে এই গ্রাম পছন্দের প্রথম তালিকায় বরাবরই৷ তবে তার জেরে গ্রামবাসীদের জীবন অতিষ্ঠ৷
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিয়েতে আগত অতিথিরা তাঁদের বাগান তছনছ করেন৷ এমনকী, সেখানে নাকি তাঁরা মূত্রত্যাগ করতেও পিছপা হন না বলেই অভিযোগ৷ অতঃপর গ্রামে নোটিস পড়েছে ‘অক্সনিডে নতুন বর ও কনে স্বাগত নন৷’ নরফোকে ষোড়শ শতকের ঐতিহাসিক এস্টেটের পাশেই লাগানো হয়েছে সেই নোটিস৷ লেখা হয়েছে, ‘এক্সক্লুসিভ? এ বছর একশোর বেশি বিয়ে হয়ে গিয়েছে৷ আর একটিও নয়৷ যথেষ্ট হয়েছে৷’ অতিথিদের অভব্য আচরণের পাশাপাশি স্থানীয়দের কাছে বিরক্তিজনক রাতভর তারস্বরে গানবাজনার হট্টগোলও৷ এর ফলে শিকেয় উঠেছে বাসিন্দাদের ঘুমও, অভিযোগ তাঁদের৷
advertisement
advertisement
আরও পড়ুন : খেলা ঘুরিয়ে দিলেন শি জিনপিং, মাও সে তুং-এর রেকর্ড ভেঙে তৃতীয় বারের জন্য চিনা প্রেসিডেন্ট!
ষোড়শ শতকের নরফোক হল অতীতে ছিল নামী প্যাস্টন পরিবারের মালিকানাধীন৷ এখন এর কর্ণধার বেভারিল অ্যাসপিনাল৷ বরাবরই ফি বছর এখানে কয়েকটি বিবাহ অনুষ্ঠান হয়ে এসেছে৷ কিন্তু ছবিটা পাল্টে গিয়েছে অতিমারির পর৷ এই দু’ বছর যে জুটিরা তাঁদের বিয়ের সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন, তাঁরা এখন বিয়ে সারছেন নরফোকে৷ ফলে সংখ্যা বেড়ে গিয়েছে এক লাফে৷ বিবাহবাসরের হুল্লোড়ের জেরে ওষ্ঠাগত গ্রামবাসীদের জীবনও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 7:52 AM IST