‘যথেষ্ট হয়েছে! এই গ্রামে আর একটি বিয়েও নয়!’, নোটিস দিলেন গ্রামবাসীরা

Last Updated:

Wedding Party: সেখানে তাঁরা দাবি তুললেন তাঁদের গ্রামে আর একটি বিয়েও দেওয়া যাবে না৷

বিয়ের বিরুদ্ধে খড়্গহস্ত গ্রামবাসীরা
বিয়ের বিরুদ্ধে খড়্গহস্ত গ্রামবাসীরা
বিয়ের বিরুদ্ধে খড়্গহস্ত গ্রামবাসীরা৷ পড়ল রীতিমতো নোটিস৷ সেখানে তাঁরা দাবি তুললেন তাঁদের গ্রামে আর একটি বিয়েও দেওয়া যাবে না৷ এই ছবি ইংল্যান্ডের উত্তর নরফোকের অক্সনিড হল এস্টেটের৷ বিত্তবানদের বিলাসবহুল বিয়ে, পার্টি, ছুটির অবসর হিসেবে এই গ্রাম পছন্দের প্রথম তালিকায় বরাবরই৷ তবে তার জেরে গ্রামবাসীদের জীবন অতিষ্ঠ৷
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিয়েতে আগত অতিথিরা তাঁদের বাগান তছনছ করেন৷ এমনকী, সেখানে নাকি তাঁরা মূত্রত্যাগ করতেও পিছপা হন না বলেই অভিযোগ৷ অতঃপর গ্রামে নোটিস পড়েছে ‘অক্সনিডে নতুন বর ও কনে স্বাগত নন৷’ নরফোকে ষোড়শ শতকের ঐতিহাসিক এস্টেটের পাশেই লাগানো হয়েছে সেই নোটিস৷ লেখা হয়েছে, ‘এক্সক্লুসিভ? এ বছর একশোর বেশি বিয়ে হয়ে গিয়েছে৷ আর একটিও নয়৷ যথেষ্ট হয়েছে৷’ অতিথিদের অভব্য আচরণের পাশাপাশি স্থানীয়দের কাছে বিরক্তিজনক রাতভর তারস্বরে গানবাজনার হট্টগোলও৷ এর ফলে শিকেয় উঠেছে বাসিন্দাদের ঘুমও, অভিযোগ তাঁদের৷
advertisement
advertisement
আরও পড়ুন : খেলা ঘুরিয়ে দিলেন শি জিনপিং, মাও সে তুং-এর রেকর্ড ভেঙে তৃতীয় বারের জন্য চিনা প্রেসিডেন্ট!
ষোড়শ শতকের নরফোক হল অতীতে ছিল নামী প্যাস্টন পরিবারের মালিকানাধীন৷ এখন এর কর্ণধার বেভারিল অ্যাসপিনাল৷ বরাবরই ফি বছর এখানে কয়েকটি বিবাহ অনুষ্ঠান হয়ে এসেছে৷ কিন্তু ছবিটা পাল্টে গিয়েছে অতিমারির পর৷ এই দু’ বছর যে জুটিরা তাঁদের বিয়ের সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন, তাঁরা এখন বিয়ে সারছেন নরফোকে৷ ফলে সংখ্যা বেড়ে গিয়েছে এক লাফে৷ বিবাহবাসরের হুল্লোড়ের জেরে ওষ্ঠাগত গ্রামবাসীদের জীবনও৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘যথেষ্ট হয়েছে! এই গ্রামে আর একটি বিয়েও নয়!’, নোটিস দিলেন গ্রামবাসীরা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement