Indigo Engine Fire: ‘বিমান তখন ফুল স্পিডে, হঠাৎই দেখা গেল আগুনের শিখা...’’ ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ইন্ডিগোর যাত্রী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
IndiGo Passenger Recorded Engine Fire: রানওয়েতে তখন ফুল স্পিডে এগিয়ে চলেছে বিমান ৷ হঠাৎই দেখা গেল আগুনের শিখা ৷ অল্পের জন্য এ যাত্রায় বেঁচে গিয়েছেন ইন্ডিগোর ওই বিমানের যাত্রী এবং ক্রু মেম্বাররা ৷
নয়াদিল্লি: ওড়ার ঠিক আগের মুহূর্তেই বিপত্তি ! রানওয়েতে তখন ফুল স্পিডে এগিয়ে চলেছে বিমান ৷ হঠাৎই দেখা গেল আগুনের শিখা ৷ অল্পের জন্য এ যাত্রায় বেঁচে গিয়েছেন ইন্ডিগোর ওই বিমানের যাত্রী এবং ক্রু মেম্বাররা ৷ এরপরেই বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয় ৷
সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি বিমানে আগুনের শিখা দেখতে পাওয়া যায়। তার পরেই বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়।
Ma'am, we regret the inconvenience caused to the passengers. The flight experienced an engine stall during take off roll. The take off was aborted and the aircraft safely returned to the bay. 1/2
— IndiGo (@IndiGo6E) October 28, 2022
advertisement
advertisement
জানা গিয়েছে, বিমানে মোট ১৮৪ জন ছিলেন ৷ যাদের মধ্যে ১৭৭ জন যাত্রী এবং ৭ জন বিমানকর্মী ৷ সকলকেই নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা সম্ভব হয় ৷ ইন্ডিগোর 6E-2131 বিমানের ইঞ্জিনে আগুনের ফুলকি দেখা যাওয়ার পরেই দিল্লি বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয় ৷
advertisement

ওই যাত্রীর কথায় টেক অফের ঠিক আগের মুহূর্তেই ঘটনাটি ঘটে ৷ বিমান যখন রানওয়েতে ফুল স্পিডে এগিয়ে চলেছে ৷ সেই সময়ে ৫-৭ সেকেন্ডের মধ্যেই আগুনের ফুলকি দেখা যায় ইঞ্জিনে ৷ ভাগ্যক্রমে প্রত্যেকেই এ যাত্রায় বেঁচে গিয়েছেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 7:58 AM IST