উধাও সারমেয়! খুঁজে দিল চারু মার্কেট থানার পুলিশ

Last Updated:

মাত্র দু’মাসের ‘শিশুকে’ বাড়ির উঠোনে ঘুমন্ত অবস্থায় রেখে মিনিট তিরিশের জন্যে প্রয়োজনীয় কাজে বেরিয়েছিলেন ‘মা’ তৃষা কর্মকার।

উধাও সারমেয়! খুঁজে দিল চারু মার্কেট থানার পুলিশ
উধাও সারমেয়! খুঁজে দিল চারু মার্কেট থানার পুলিশ
ওঙ্কার সরকার, কলকাতা: ‘সন্তান’ যখন নিখোঁজ! মায়ের অবস্থা তখন কি তা একজন মায়েই জানেন। কালী পুজোর ঠিক পরের দিন, ২৫ অক্টোবর মঙ্গলবার।
মাত্র দু’মাসের ‘শিশুকে’ বাড়ির উঠোনে ঘুমন্ত অবস্থায় রেখে মিনি তিরিশের জন্যে প্রয়োজনীয় কাজে বেরিয়েছিলেন ‘মা’ তৃষা কর্মকার। পাছে মাত্র দু’মাসের সন্তানের ঘুম না ভেঙে যায়, তাই আলতো করে দরজা টেনে দিয়ে ছিলেন, তলা বন্ধ করেন নি। প্রয়োজনীয় কাজ সেরে ফিরে এসে দেখেন, শিশু যে উঠোনে ঘুমাচ্ছিল সেখানে নেই! তারপর বাড়ি তন্ন তন্ন করে খুজেও মা তৃষা কর্মকার পান নি তাঁর ফুটফুটে ২ মাসের সন্তানকে।
advertisement
কোথায় গেল সেই শিশু! সেই নিয়ে মাথায় যেনো আকাশ ভেঙে পড়ে তৃষা কর্মকারের। বাড়ি থেকে আচমকা হারিয়ে যাওয়া শিশুর নাম লুসি, বাড়ির পোষ্য সারমেয়। সে জাতে গোল্ডেন রিট্রিভার। দিশাহীন হয়ে পাড়ায় বিভিন্ন জায়গায় লুসির খোঁজ চালাতে থাকেন তৃষা কর্মকার এবং তাঁর পরিবার। কিন্তু দু’মাসের সারমেয়র খোঁজ মেলে নি। অগত্যা চারু মার্কেট থানার দারস্থ হন তৃষা কর্মকার। থানার তরফে সব শোনা হয়। কিন্তু কালী পুজোর পরের দিন, পুলিশের কাজের চাপও অন্যান্য দিনের থেকে অনেক বেশি। তাও হাল ছাড়েনি চারু মার্কেট থানার পুলিশ আধিকারিকরা। তৃষা কর্মকারের থেকে সারমেয় ছবি নেওয়া হয়। সেই ছবি নিয়ে পুলিশের আধিকারিকরা খোঁজ চালান সেই ছোট্ট সারমেয়র।
advertisement
advertisement
মঙ্গলবার সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। পাওয়া যায় না দু’মাসের গোল্ডেন রিট্রিভারটিকে! চিন্তায় সেই রাতে ঘুম কার্যত উধাও হয়ে যায় কর্মকার পরিবারের। বরং বার ফোনে পুলিশের সঙ্গে যোগাযোগও রাখছিল পরিবার। এরপর বুধবার ভোর বেলায় চারু মার্কেট থানার পেট্রোলিং চলার সময় তৃষা কর্মকারের বাড়ির অদূরেই দেখা মেলে ছোট্ট লুসির। তাকে দেখতে পেয়েই সঙ্গে করে থানায় নিয়ে আসে পুলিশ আধিকারিকরা। এরপর তৃষা কর্মকারের হাতে তুলে দেওয়া হয় ছোট্ট লুসিকে। লুসিকে পেয়ে চারু মার্কেট থানার পুলিশকে ধন্যবাদ জানান তৃষা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
উধাও সারমেয়! খুঁজে দিল চারু মার্কেট থানার পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement