আরও পড়ুন North 24 Parganas News: মাটি খুঁড়তেই জ্বলে উঠল আগুনের শিখা! অশোকনগরে আবারও খনিজ তেল পেল ONGC
বিশাখ মন্ডল জন্মসূত্রে মুর্শিদাবাদের সাগরদীঘির সুখীর বাসিন্দা হলেও তার বড় হয়ে ওঠা রামপুরহাটে। তার বাবা বীরেন মন্ডল একজন চাষী এবং মা অঙ্গনওয়াড়ি কর্মী। ছেলেকে বড় কিছু করে তোলার তাগিদে এবং পারিবারিক কিছু সমস্যা থাকার কারণে বিশাখ মন্ডলের মা শিবানী মন্ডল ছেলেকে নিয়ে রামপুরহাটে থাকতে শুরু করেন। ২০০৭ সালে মুর্শিদাবাদ থেকে রামপুরহাটে চলে আসার পর সেখানেই শুরু হয় বিশাখের পড়াশোনা। রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিশাখ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেন। এরই মধ্যে ফেসবুক, গুগল এবং অ্যামাজনে চাকরির ডাক পান তিনি।
advertisement
তবে ফেসবুকের ১.৮ কোটি টাকার চাকরির অফার ছেড়ে কেন বিশাখ মন্ডল গুগলে যোগ দিতে চলেছেন? এই প্রশ্ন করা হলে তিনি জানান, "একসঙ্গে এইভাবে তিনটি চাকরির অফার পাওয়ার পর লক্ষ্য কখনও ফেসবুকের দিকে যাচ্ছিল আবার কখনও গুগলের দিকে। প্রথমদিকে ফেসবুকে যোগ দেওয়ার কথা ভাবলেও শেষমেষ সিদ্ধান্ত নিই google-এ যোগ দেওয়ার। মন টানে google এ যোগ দেওয়ার জন্যই। এছাড়াও সন্তোষজনক প্যাকেজ রয়েছে।"
আরও পড়ুন Birbhum News : মৃতের সৎকার করতে গিয়ে ঘরে ফেরা হল না ২ যুবকের! চা খেতে গিয়ে ঘটল সর্বনাশ
এরপরেই প্রশ্ন উঠে তাহলে কি ফেসবুকের তুলনায় গুগলে আরও মোটা অঙ্কের প্যাকেজ দেওয়া হচ্ছে তাকে? যদিও সেই বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু জানাননি। তিনি জানিয়েছেন, "ভালো একটি প্যাকেজ দেওয়া হয়েছে। তবে এই বিষয়টি গোপনীয় এবং ব্যক্তিগত হওয়ার কারণে বলা সম্ভব নয়। আমি কিংস্টন লন্ডনে যোগ দিচ্ছি গুগল অফিসে সফটওয়্যার ডেভলপার হিসাবে।"
তার পরবর্তী লক্ষ্য কি রয়েছে এই প্রশ্ন করা হলে বিশাখ মন্ডল জানান, "আপাতত তিনি তিন বছর এখানেই কাজ করতে চান জব এক্সপেরিয়েন্সের জন্য। পরবর্তীতে আরও ভালো কিছু চিন্তা-ভাবনা করব।" বিশাখ মন্ডল আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর মাসেই রওনা দেবেন জীবনের প্রথম এত মোটা অঙ্কের চাকরিতে।
Madhab Das