অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মী শিব ঠাকুর মণ্ডলকে টুঁটি চেপে ধরার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে রাজ্য পুলিশ মামলা রুজু করে। এবং সেই মামলাতেই তিনি এখন পুলিশি হেফাজতে।
আরও পড়ুনঃ দুধ সাদা চুল, ম্লান মুখ! ৫ দিনের পুলিশি হেফাজতে কেমন আছেন কেষ্ট মণ্ডল?
সোমবার রাতে তার বিরুদ্ধে মামলা করেছিলেন শিব ঠাকুর মণ্ডল। শিব ঠাকুর মণ্ডল এই অভিযোগ করার পরেই জানিয়েছিলেন, এটা ছিল তার সাহসী পদক্ষেপ। তবে প্রশ্ন হল তার এই সাহসী পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেবে দল? জেলা সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা তৃণমূল-সহ সভাপতি তথা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, শুক্রবার শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হবে এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। শৃঙ্খলা রক্ষা কমিটির সেই বৈঠক হয় শুক্রবার বোলপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে। সেখানেই তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল দল।
advertisement
আরও পড়ুনঃ বেনজির পদক্ষেপ! ১ বছরের জন্য একসঙ্গে সাসপেন্ড ৬ পড়ুয়া, বিশ্বভারতীতে তুলকালাম
শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক শেষ হওয়ার পর জেলা তৃণমূল-সহ সভাপতি তথা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় জানান, শিব ঠাকুর মণ্ডলকে শো-কজ করা হবে। সেই শো-কজের উত্তর তাকে ১৫ দিনের মধ্যে দিতে হবে। কেন তিনি জেলা সভাপতির বিরুদ্ধে এমন অভিযোগ করার পদক্ষেপ গ্রহণ করেছিলেন? এর পিছনে কার ইন্ধন রয়েছে এই সকল উত্তর দিতে হবে শিব ঠাকুর মণ্ডলকে।
মলয় মুখোপাধ্যায় আরও জানিয়েছেন, শুক্রবার এই বিষয়ে শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নেয় এবং খুব তাড়াতাড়ি তাকে শো-কজ চিঠি পাঠাবে দল। চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে যা উত্তর মিলবে তার পরিপ্রেক্ষিতে আবার আলোচনা করা হবে এবং সেই আলোচনার ভিত্তিতেই দল তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে।
Madhab Das