Visva-Bharati University Chaos|| বেনজির পদক্ষেপ! ১ বছরের জন্য একসঙ্গে সাসপেন্ড ৬ পড়ুয়া, বিশ্বভারতীতে তুলকালাম

Last Updated:

Visva-Bharati University Chaos: ছাত্র আন্দোলন, উপাচার্যের বাড়ির সামনে আন্দোলন, উপাচার্যকে ঘেরাও-সহ বিভিন্ন কারণে বিশ্বভারতীর কর্মী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ওই ৬ পড়ুয়াকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।

#বীরভূম: বিশ্বভারতী ছাত্র আন্দোলন-সহ একাধিক কারণে বিভিন্ন সময় শিরোনামে উঠে আসে। সেই রকমই এ বার বিশ্বভারতী শিরোনামে উঠে একসঙ্গে ছয় পড়ুয়াকে সাসপেন্ড করার পরিপ্রেক্ষিতে। ছাত্র আন্দোলন, উপাচার্যের বাড়ির সামনে আন্দোলন, উপাচার্যকে ঘেরাও-সহ বিভিন্ন কারণে বিশ্বভারতীর কর্মী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ওই ৬ পড়ুয়াকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে একাধিকবার উত্তাল হতে দেখা গিয়েছে বিশ্বভারতীকে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পড়ুয়ারা এবং অধ্যাপক অধ্যাপিকাদের একাংশ। সোচ্চার হওয়া পড়ুয়া এবং অধ্যাপক-অধ্যাপিকাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেও দেখা গিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। দীর্ঘদিন ধরে সাসপেন্ড থাকার পর চাকরি থেকে বরখাস্ত করা হয় অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে। সুদীপ্ত ভট্টাচার্যকে বরখাস্ত করার পাশাপাশি ৬ পড়ুয়াকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ গাছে আঘাত করলেই ক্ষতস্থান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে! ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়
সাসপেন্ড হওয়া পড়ুয়ারা হলেন সুপ্রিয় সাহা, দেবদত্ত মেটে, অমলেন্দু দাস, প্রত্যুস মুখোপাধ্যায়, মৃত্যুঞ্জয় দাস, অক্ষয় কর্মকার। তাদের এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ইতিমধ্যেই ওই পড়ুয়াদের ই-মেল মারফত নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে বিশ্বভারতীর তরফ থেকে। সেখানে উপাচার্যের বাড়ির সামনের তাণ্ডব চালানো-সহ আরো একাধিক কারণ উল্লেখ রয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে তাঁদের চিহ্নিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
এ দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হিসাবে পরিচিত সোমনাথ সৌ জানিয়েছেন, পরীক্ষার ফলাফল বের না করা, গবেষণা পত্র না দেওয়া, ভর্তি না নেওয়া ইত্যাদির প্রতিবাদে আন্দোলন চলছিল। এটা অন্যায় কিছু নয়। অন্যদিকে, চাকরি থেকে বরখাস্ত হওয়া অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য বিশ্বভারতীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন বলেও সূত্রের খবর।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Visva-Bharati University Chaos|| বেনজির পদক্ষেপ! ১ বছরের জন্য একসঙ্গে সাসপেন্ড ৬ পড়ুয়া, বিশ্বভারতীতে তুলকালাম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement