Anubrata Mondal|| দুধ সাদা চুল, ম্লান মুখ! ৫ দিনের পুলিশি হেফাজতে কেমন আছেন কেষ্ট মণ্ডল?

Last Updated:

Anubrata Mondal health conditionচ: লতি বছর রাখি পূর্ণিমার দিন গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হন।

#বীরভূম: চলতি বছর রাখি পূর্ণিমার দিন গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর ১৩০ দিনের বেশি আসানসোলে কাটিয়েছেন তিনি।
এরপর দলীয় কর্মী শিব ঠাকুর মণ্ডলের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফের জেলায় ফিরে আসেন। জেলায় ফিরে আসার পরই যখন তাঁর মেডিক্যাল চেকআপ হয়, তখন ব্লাড প্রেসার বেশি ছিল। চিকিৎসকেরা সেইমতো তাকে ওষুধ খাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি অনুব্রত মণ্ডল নিজেই জানান জ্বর জ্বর ভাব রয়েছে, স্বাভাবিকভাবেই তাতে দুশ্চিন্তা বাড়তে শুরু করে দলীয় কর্মীদের মধ্যে।
advertisement
আরও পড়ুনঃ বেনজির পদক্ষেপ! ১ বছরের জন্য একসঙ্গে সাসপেন্ড ৬ পড়ুয়া, বিশ্বভারতীতে তুলকালাম
তবে অনুব্রত মণ্ডল আসানসোল থেকে নিজের জেলায় ফিরে এসে পুলিশি হেফাজতে থাকার সময় ভালভাবেই ঘুমাচ্ছেন। এ ছাড়াও খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও রুটিন করে সঠিক খাবার খাচ্ছেন। এমতাবস্থায় তার শারীরিক পরিস্থিতিও এখন একেবারেই স্বাভাবিক।
advertisement
অনুব্রত মণ্ডলকে প্রতিদিনের মতোই শুক্রবার দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আনা হয় রুটিন চেক-আপের জন্য। সেখানেই চিকিৎসকরা বেশ কিছুক্ষণ ধরে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। সব রকম পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা জানান, আগের তুলনায় অনেক ভাল আছেন বীরভূমের বেতাজ বাদশা। বলা যেতে পারে জেলায় এসে একেবারে চাঙ্গা দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
advertisement
শুক্রবার অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতি নিয়ে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক সৈয়দ সাকিরুল ইসলাম জানিয়েছেন, 'যতটুকু আমাদের দেখার দরকার ততটুকু দেখলাম। কোনওরকম শারীরিক সমস্যা নেই। সবকিছু স্বাভাবিক রয়েছে। জ্বর নেই। উনি সুস্থ আছেন।"
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Anubrata Mondal|| দুধ সাদা চুল, ম্লান মুখ! ৫ দিনের পুলিশি হেফাজতে কেমন আছেন কেষ্ট মণ্ডল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement