TRENDING:

Birbhum News: জয়দেব মেলায় বাউল গানের আসর, বছরের পর বছর টানছে সঙ্গীতপ্রেমীদের

Last Updated:

৪০০ বছরের পুরাতন জয়দেব মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গত শনিবার। যদিও মেলার রমরমা শুরু হয় মকর সংক্রান্তি অর্থাৎ রবিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ৪০০ বছরের পুরাতন জয়দেব মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গত শনিবার। যদিও মেলার রমরমা শুরু হয় মকর সংক্রান্তি অর্থাৎ রবিবার। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হতে দেখা যায় মকর সংক্রান্তির দিন জয়দেবের মেলায় মূলত অজয়ের পূণ্য স্নানের জন্য। গত দু'বছর কোভিড অতিমারি চলার কারণে জয়দেব মেলার চিত্র সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। সেইভাবে ভক্তদের যেমন সমাগম হয়নি ঠিক সেইরকমই আউল-বাউলদের দেখা মেলেনি। তবে এই বছর সেই সংকট কাটিয়ে আগের ছন্দেই ফিরেছে মেলা।
advertisement

পূণ্য স্নান ছাড়াও জয়দেবে বহু মানুষের সমাগম হয় যারা বাউল ভালোবাসেন। বাউল ভালোবাসা সেই সকল মানুষদের ইচ্ছে পূরণ এই বছর আগের মতই হতে দেখা গেল। কারণ সাধারণ মানুষদের মতই আউল বাউলরা ভীতি কাটিয়ে আখড়া করে বসেছেন জয়দেব মেলায়। জয়দেবের ঠিক কত সংখ্যক বাউল শিল্পীরা এসে উপস্থিত হয়েছেন তা বলা সম্ভব না হলেও তাদের আখড়ায় পা রাখলেই মন ভরে যাবে বাউলের ছন্দে।

advertisement

আরও পড়ুন: একসঙ্গে ধরা পড়ল ১১ জন ডাকাত! তল্লাশির পর চমকে গেল পুলিশও

জয়দেবের যে সকল আখড়া বা বাউলদের গান গাওয়ার জন্য জায়গা করা হয়ে থাকে তার মধ্যে মনের মানুষ অন্যতম একটি আখড়া। যেখানে প্রতিবছর দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে বাউল শিল্পী এবং বাউল প্রেমীদের ভিড় জমাতে দেখা যায়। সেই ধারাবাহিকতা বজায় রেখে এই বছরও বিপুলসংখ্যক বাউল শিল্পী এবং বাউল প্রেমীদের ভিড় জমাতে দেখা গিয়েছে মনের মানুষ আখড়াতে।

advertisement

View More

আরও পড়ুন: Malda News: আবহাওয়ার বিরাট বদল, শীতের মধ্যে এই জেলায় বৃষ্টির পূর্বাভাস

প্রসঙ্গত, এই বছর ১২৫টিরও বেশি সিসি ক্যামেরা, ১২টি ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি, ২৩টি পুলিশ ক্যাম্প, মহিলা পুলিশ ছাড়াও চলছে ড্রোন ক্যামেরায় নজরদারি ৷ স্থায়ী আখড়া ছাড়াও এবার ২৫০টি মতো অস্থায়ী আখড়ার অনুমতি দিয়েছে প্রশাসন৷

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

Madhab Das

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: জয়দেব মেলায় বাউল গানের আসর, বছরের পর বছর টানছে সঙ্গীতপ্রেমীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল