একসঙ্গে ধরা পড়ল ১১ জন ডাকাত! তল্লাশির পর চমকে গেল পুলিশও

Last Updated:

Dacoity: একসঙ্গে ১১ জন ডাকাত ধরা পড়ল! ভাবা যায়!

মালদহ: এক বা দুজন নয়, মালদহে পুলিশের জালে ১১ জন ডাকাত। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতে দুষ্কৃতীদের দলটিকে হাতেনাতে পাকড়াও করল মালদহের ইংরেজবাজার থানার পুলিশ।
মালদহ টাউন স্টেশন সংলগ্ন পাহাড়িপাড়া এলাকা থেকে দুষ্কৃতীদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ধারালো অস্ত্র, লোহার রড সহ বেশ কিছু সরঞ্জাম।
আরও পড়ুন- দু'ঘণ্টায় বিক্রি হয়ে গেল সাত লক্ষ টাকার পান্তুয়া, রসগোল্লা! কোথায় বসে এমন অবাক করা মেলা?
ধৃতদের জেরা করে ওই দলের আরও বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, ডাকাতির পরিকল্পনা করে রাতের অন্ধকারে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। এর পরে তড়িঘড়ি এলাকায় পৌঁছে যায় ইংরেজবাজার থানার পুলিশ।
advertisement
advertisement
স্টেশন সংলগ্ন পাহাড়িপাড়া এলাকায় ওই দলটিকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক ধারালো অস্ত্র। সময়মতো পুলিশ পৌঁছনোয় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের।
ধৃতদের অধিকাংশেরই বাড়ি স্থানীয় পাহাড়িপাড়া এলাকায়। পুলিশ প্রাথমিক জেরায় জেনেছে, মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের দলটির।
এর আগেও সাম্প্রতিককালে বেশ কিছু ডাকাত ও দুষ্কৃতীদের গ্রেফতার করেছে পুলিশ। তবে একসঙ্গে ১১ জনকে গ্রেফতারের নজির সাম্প্রতিককালে নেই।
advertisement
তদন্তকারীদের ধারণা, এই দলে আরও বেশ কিছু সদস্য রয়েছে। তাদের সম্পর্কেও খোঁজখবর করা হচ্ছে। ওই দলের কারও বিরুদ্ধে পুরনো ডাকাতি, ছিনতাই, লুট এমন ধরনের অভিযোগ রয়েছে কিনা, সে সম্পর্কেও খতিয়ে দেখছে পুলিশ।
ইংরেজবাজার থানার আইসি আশীষ দাস জানান, এই দলটিকে গ্রেফতার পুলিশের বড় সাফল্য। জেরা করে মালদহ শহর ও শহরতলীতে অপরাধ সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন- Cold Alert || Weather Update: ২ ডিগ্রি পারদ পতন! আগামী ৪৮ ঘণ্টায় যা হতে চলেছে 'এই' শহরে! আবহাওয়ার বড় সতর্কতা
মনে করা হচ্ছে, বড় ধরনের অপরাধ সংগঠিত করার জন্যই এই দলটি জড়ো হয়েছিল। যদিও ডাকাতির অভিযোগ মানতে নারাজ ধৃতদের পরিবারের লোকজন। রাতে ঘোরাঘুরির সময় সন্দেহবশত পুলিশ গ্রেফতার করেছে বলে পাল্টা দাবি তাঁদের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একসঙ্গে ধরা পড়ল ১১ জন ডাকাত! তল্লাশির পর চমকে গেল পুলিশও
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement