Malda News: আবহাওয়ার বিরাট বদল, শীতের মধ্যে এই জেলায় বৃষ্টির পূর্বাভাস
- Published by:Suvam Mukherjee
- hyperlocal
Last Updated:
Malda News: আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শীতের দাপট এখনও থাকবে।
মালদহ: জাঁকিয়ে শীতের দাপট এখনও থাকছে মালদহে। জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে মঙ্গলবার কিছুটা হলেও কুয়াশা কম ছিল। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশায় আচ্ছন্ন কেটে যায়।
তবে তাপমাত্রার পারদ এখনো বাড়ছে না। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শীতের দাপট এখনও থাকবে। এমনকি আগামী কয়েক দিনের মধ্যে জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলায় তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরা ফেরা করছে। গত কয়েকদিনের তুলনায় সামান্য কিছুটা বেড়েছে তাপমাত্রা।
advertisement
তবে জেলা আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীতে তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভবনা নেয়। এখনো জেলায় বজায় থাকবে ঠান্ডা। মালদহ জেলা আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার জেলার তাপমাত্রা তেমন কোন তফাৎ নেই।
advertisement
এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনে জেলার তাপমাত্রার পার্থক্য খুব একটা বেশি নয়। আগামী কয়েকদিনের জেলার তাপমাত্রা এরকম থাকবে এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
advertisement
তবে ঠান্ডার দাপট গত কয়েকদিন কিছুটা এক থাকলেও, এখন রয়েছে ঘন কুয়াশার প্রভাব। সকালের দিকে ঘন কুয়াশা থাকায় সাধারণ মানুষ খুব একটা বাড়ির বাইরে বেরোতে পারছেন না অনেকে। সারাদিন রোদ ঝলমলে থাকলেও সন্ধ্যার পরে ঠান্ডা বাড়ছে।
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2023 1:07 PM IST