PM Narendra Modi || Bengal BJP: বঙ্গ বিজেপি'র কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
- Reported by:Rajib Chakraborty
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
PM Narendra Modi || Bengal BJP: সুকান্ত ভাষণ দেওয়ার সময় তাঁকে মাঝপথে থামিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বাংলায় যে ভাবে কার্যকর্তাদের উপর হামলা হয়েছে তা নজির বিহীন। বাংলার বর্তমান সাংগঠনিক ও রাজনৈতিক অবস্থা সেই দৃষ্টিভঙ্গি থেকেই বিচার করতে হবে। ঠিক সেই কারণেই বাংলার কার্যকর্তাদের যতই অভিবাদন দেওয়া হোক না কেন, তা কম হবে।
নয়াদিল্লি :বঙ্গ বিজেপি'র লড়াকু মনোভাবের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারাদেশের নেতাদের সামনে বললেন, বাংলার কর্মী সমর্থকদের যতই প্রশংসা করা হোক, সেটা যথেষ্ট হবে না। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে দলের সংগঠন এবং জনপ্রতিনিধিত্ব বৃদ্ধির কৃতিত্ব দলের কর্মী সমর্থকদের দিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপি'র এক বিশ্বস্ত সূত্র এমনটাই জানিয়েছে।
সোমবার দিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে দুদিন ব্যাপী দলের জাতীয় কর্ম সমিতির বৈঠকের প্রথম দিনে বিভিন্ন রাজ্যের নেতাদের মতোই বলতে উঠেছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মূলত, বাংলার পরিস্থিতি নিয়ে বলতে ওঠেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, সুকান্তর বক্তব্য ছিল, ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর। বিশেষত ২ মে নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচন পরবর্তী হিংসায় ভীষণভাবে বিপর্যস্ত হয়েছে দল। ঘরের কর্মী সমর্থকদের ওপর অকথ্য অত্যাচার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু তা সত্বেও ঘুরে দাঁড়িয়েছে দল।
advertisement
advertisement
দলের সূত্র জানাচ্ছে, সুকান্তর বক্তব্য চলাকালীন তাঁকে মাঝপথে থামিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বাংলায় যে ভাবে কার্যকর্তাদের উপর হামলা হয়েছে তা নজির বিহীন। বাংলার বর্তমান সাংগঠনিক ও রাজনৈতিক অবস্থা সেই দৃষ্টিভঙ্গি থেকেই বিচার করতে হবে। ঠিক সেই কারণেই বাংলার কার্যকর্তাদের যতই অভিবাদন দেওয়া হোক না কেন, তা কম হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দলের সাম্প্রতিক নবান্ন অভিযানের সাফল্য এবং শাসকদলের অত্যাচারের উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে।
advertisement
এছাড়াও সুকান্ত মজুমদার এদিন দলের সদস্য সংগ্রহ কর্মসূচি ঠিক কী পর্যায়ে রয়েছে তার বিবরণ দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, যেদিন জাতীয় কর্ম সমিতির বৈঠকে ২০২৩ সালে যে ৯টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই রাজ্যের সভাপতি অথবা সাধারণ সম্পাদককে রিপোর্ট পেশ করতে বলা হয়। এদিন রাজনৈতিক প্রস্তাব পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
advertisement
রাজীব চক্রবর্তী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
Jan 17, 2023 12:16 AM IST








