Rahul Sinha Amrtya Sen: মমতা 'প্রধানমন্ত্রী'? অমর্ত্য সেনকে এবার তীব্র কটাক্ষ বিজেপির রাহুল সিনহার! যা বললেন...
- Published by:Sanjukta Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Rahul Sinha Amrtya Sen: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার ইস্যুতে ঠিক এই ভাষাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমর্ত্য সেনকে কটাক্ষ করলেন রাহুল সিনহা।
কলকাতা: দেশের প্রধানমন্ত্রী হওয়ারও যোগ্যতা রাখেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করার পরই রাজ্যের প্রধান বিরোধীদল ও দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির সঙ্গে তার সংঘাত তুঙ্গে পৌঁছেছে। দিলীপ ঘোষের পরে আজ মুখ খোলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি নেতা রাহুল সিনহা।
'অমর্ত্য সেন এতদিন সিপিএমের কাছ থেকে সুবিধা নিয়ে এসেছেন। সিপিএমের হয়ে কাজ করেছেন। এখন সিপিএমের কাছ থেকে আর কিছু পাওয়ার নেই, তাই নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নিশ্চয়ই কোনও সুবিধা নিতে চাইছেন। সেই কারণেই তিনি এখন মমতা ভজনা শুরু করেছেন। অমর্ত্য সেনের কথায় একটা ভোটও বাড়বে না। অতএব যার একটা ভোট বাড়ানোর ক্ষমতা নেই তার এই বয়সে এসে নতুন করে রাজনীতি করা উচিত নয়'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার ইস্যুতে ঠিক এই ভাষাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমর্ত্য সেনকে কটাক্ষ করলেন রাহুল সিনহা।
advertisement
advertisement
রাহুল সিনহা এও বলেন,' যেখানে দেশে একটা প্রগতিশীল সরকার চলছে, সেই সরকারকে সরিয়ে বাংলায় লুঠের পথ আরও প্রশস্ত করার কাজ চলছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাই একজন নোবেল জয়ী অর্থনীতিবিদের মুখে এই ধরনের কথা মানায় না। যেখানে শিক্ষক পদ বিক্রি হয়েছে, সেখানে একজন শিক্ষাবিদ হয়ে কি করে অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে ভারতের শিক্ষার পদ বিক্রির লাইসেন্স দিতে চান? এই প্রশ্ন তুলে অমর্ত্য সেনকে বেনজির আক্রমণ করলেন রাহুল সিনহা।
advertisement
প্রসঙ্গত, বিজেপি এ রাজ্যে একদিকে যখন পঞ্চায়েত ও দেশজুড়ে লোকসভা নির্বাচন নিয়ে যখন ঘুঁটি সাজাতে শুরু করেছে, তখন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি মন্তব্য করেছেন,' মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা রয়েছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার'। অমর্ত্য সেনের এই মন্তব্য নিয়েই রাজনীতির ময়দান সরগরম। শাসক দল তৃণমূল কংগ্রেস অমর্ত্য সেনের বক্তব্যকে পূর্ণ সমর্থন জানালেও বাংলার প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির একের পর এক নেতা অমর্ত্য সেনের মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা প্রধানমন্ত্রী ইস্যুতে মন্তব্যের সমালোচনায় সরব। পদ্ম শিবিরের প্রথম সারির নেতাদের সেই তালিকায় এবার নতুন সংযোজন রাহুল সিনহা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 11:20 PM IST